Tuesday, August 26, 2025

আজ মহাদশমী, মর্ত্যে সুখবৃষ্টির আশীর্বাদ করে দেবীর কৈলাসে ফেরার পালা

Date:

আজ মহাদশমী (Maha Dashami)।বিজয়া দশমী

 

দশমীর নির্ঘন্ট

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২৮ আশ্বিন , ইং ১৫ অক্টোবর। শুক্রবার- বিজয়াদশমী রাত্রি ঘ ৮।২১ পর্যন্ত।

-পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক- চরণলগ্নে ও চরণবাংশেকিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮।৩০ মধ্যে দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা।

দেবীর দোলায় গমন। ফল- মড়ক। বিজয়া দশমী কৃত্য।

বিজয়াদশমীবিহিত বিসর্জনাঙ্গ পূজা, সিঁদুর খেলা, বিসর্জন, বিজয়াদশমী কৃত্য ও কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।

 

দশমী তিথি আরম্ভ–

তারিখ- ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।সময়– সন্ধ্যে ৬টা ৫৪ মিনিট।

দশমী তিথি শেষ–

তারিখ– ২৮ আশ্বিন,১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– সন্ধ্যে ৬টা ০৩ মিনিট।

পুরাণে মহিষাসুর-বধ কাহিনীতে বর্ণিত হয়েছে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। শ্রীশ্রীচণ্ডীর কাহিনি অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন, এবং শুক্লা দশমীতে মহিষাসুর-বধ করেন। বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে।

প্রাচীন যুগে এই দিনে ক্ষত্রিয়রা অস্ত্র পুজো করে পরের দিন যুদ্ধে রওনা দিতেন। যুদ্ধশেষে কার সিঁথিতে সিঁদুর থাকবে তার নিশ্চয়তা থাকত না। তাই তাদের স্ত্রীরা এই দিনই সিঁদুর খেলায় মেতে উঠতেন।

দক্ষিণ, পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর ভারতীয় রাজ্যগুলিতে এদিন দশেরা । ধর্ম পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার জয়কে স্মরণ করে দুর্গাপূজার সমাপ্তি চিহ্নিত করে। সেই উপলক্ষে বিজয়াদশমী পালন করা হয় । বিজয় দশমীর আরেক রূপ হল দশেরা। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতীয় রাজ্যগুলিতে, উৎসবটি ‘বিজয়াদশমী’ শব্দের প্রতিশব্দ দশেরা নামে অভিহিত হয় (দাসরা, দশাহরা)। এই অঞ্চলগুলিতে এটি “রামলীলা” উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। রাবণের উপর রামের বিজয়ের কথা স্মরণ করায়। দশেরাতে রাবনের প্রতীক হিসেবে সকল অশুভ তথা দুষ্টের বিনাশ করা হয়। দুষ্টের প্রতীক হিসাবে আতশবাজি দিয়ে রাবণের মূর্তি পোড়ানো হয় এবং এটি অশুভ শক্তির ধ্বংসকে চিহ্নিত করে। এই উৎসবটি গুরুত্বপূর্ণ আলোর উৎসব দীপাবলির ও দেওয়ালির প্রস্তুতিও শুরু করে, যা যথাক্রমে বিজয়াদশমীর ১৯ দিন ও ২০ দিন পরে পালিত হয়।

 

 

 

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version