Sunday, November 9, 2025

আজ মহাদশমী, মর্ত্যে সুখবৃষ্টির আশীর্বাদ করে দেবীর কৈলাসে ফেরার পালা

Date:

আজ মহাদশমী (Maha Dashami)।বিজয়া দশমী

 

দশমীর নির্ঘন্ট

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২৮ আশ্বিন , ইং ১৫ অক্টোবর। শুক্রবার- বিজয়াদশমী রাত্রি ঘ ৮।২১ পর্যন্ত।

-পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক- চরণলগ্নে ও চরণবাংশেকিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮।৩০ মধ্যে দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা।

দেবীর দোলায় গমন। ফল- মড়ক। বিজয়া দশমী কৃত্য।

বিজয়াদশমীবিহিত বিসর্জনাঙ্গ পূজা, সিঁদুর খেলা, বিসর্জন, বিজয়াদশমী কৃত্য ও কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।

 

দশমী তিথি আরম্ভ–

তারিখ- ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।সময়– সন্ধ্যে ৬টা ৫৪ মিনিট।

দশমী তিথি শেষ–

তারিখ– ২৮ আশ্বিন,১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– সন্ধ্যে ৬টা ০৩ মিনিট।

পুরাণে মহিষাসুর-বধ কাহিনীতে বর্ণিত হয়েছে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। শ্রীশ্রীচণ্ডীর কাহিনি অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন, এবং শুক্লা দশমীতে মহিষাসুর-বধ করেন। বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে।

প্রাচীন যুগে এই দিনে ক্ষত্রিয়রা অস্ত্র পুজো করে পরের দিন যুদ্ধে রওনা দিতেন। যুদ্ধশেষে কার সিঁথিতে সিঁদুর থাকবে তার নিশ্চয়তা থাকত না। তাই তাদের স্ত্রীরা এই দিনই সিঁদুর খেলায় মেতে উঠতেন।

দক্ষিণ, পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর ভারতীয় রাজ্যগুলিতে এদিন দশেরা । ধর্ম পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার জয়কে স্মরণ করে দুর্গাপূজার সমাপ্তি চিহ্নিত করে। সেই উপলক্ষে বিজয়াদশমী পালন করা হয় । বিজয় দশমীর আরেক রূপ হল দশেরা। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতীয় রাজ্যগুলিতে, উৎসবটি ‘বিজয়াদশমী’ শব্দের প্রতিশব্দ দশেরা নামে অভিহিত হয় (দাসরা, দশাহরা)। এই অঞ্চলগুলিতে এটি “রামলীলা” উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। রাবণের উপর রামের বিজয়ের কথা স্মরণ করায়। দশেরাতে রাবনের প্রতীক হিসেবে সকল অশুভ তথা দুষ্টের বিনাশ করা হয়। দুষ্টের প্রতীক হিসাবে আতশবাজি দিয়ে রাবণের মূর্তি পোড়ানো হয় এবং এটি অশুভ শক্তির ধ্বংসকে চিহ্নিত করে। এই উৎসবটি গুরুত্বপূর্ণ আলোর উৎসব দীপাবলির ও দেওয়ালির প্রস্তুতিও শুরু করে, যা যথাক্রমে বিজয়াদশমীর ১৯ দিন ও ২০ দিন পরে পালিত হয়।

 

 

 

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version