Tuesday, August 26, 2025

আগামী বছরই সভাপতির দায়িত্বে রাহুল! CWC-র বৈঠকে সোনিয়া-পুত্রের মন্তব্যে ইঙ্গিত

Date:

দলের অনেকেই তাঁকে চাইছেন নেতৃত্বে। সেই কারণে মত বদল রাহুল গান্ধীর (Rahul Gandhi)! সভাপতির দায়িত্ব পালন করতে আপত্তি নেই- শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেসের (Congress) সভাপতি পদে নির্বাচন হবে। নির্বাচন উপলক্ষ্য মাত্র। সেখানেই ফের রাহুলকেই সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে সভাপতি পদে অস্থায়ী ভাবে দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। যদিও এদিন তিনি ঘোষণা করেন তিনি পূর্ণ সময়ের সভানেত্রী। তবে, ২০২৪-এর লোকসভা ভোটকে লক্ষ্যে রেখে রাহুলকেই পদে ফেরাতে সভাপতি নির্বাচন হবে বলে কংগ্রেস সূত্রে খবর।

গত লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। গত আড়াই বছর ধরে কংগ্রেসের শীর্ষ নেতাদের শত অনুরোধেও সভাপতির দায়িত্বভার নিতে রাজি হননি সোনিয়া-পুত্র। শনিবার বৈঠকে বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বৈঠকে ফের দলের নেতৃত্ব দেওয়ার জন্য রাহুলকে অনুরোধ জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Geholot)। বৈঠকে রাহুল বলেন, দলের নেতারা যখন চাইছেন, তখন সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করতে তিনি রাজি।

একের পর এক বিধানসভা নির্বাচনে যেভাবে কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে, তাতে দলের অন্দরে ভাঙন ক্রমশই চওড়া হচ্ছে। কঠিন সময় দলকে পুনরুজ্জীবিত করতে রাহুলের মতো তরুণ মুখেরই নেতৃত্বে আসা প্রয়োজন বলে মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতারা। কংগ্রেস সংসদের এদিনের মন্তব্য তাদের মনে আশা জুগিয়েছে।

আরও পড়ুন- অযোধ্যায় তীর্থে গেলেই মিলবে নগদ ৫ হাজার! বড় ঘোষণা গুজরাত সরকারের

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version