Wednesday, November 5, 2025

ত্রিপুরা: দশমীর রাতে আক্রান্ত যুবনেতা, দোষীদের শাস্তির দাবি তুলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Date:

পুজো মিটতে না মিটতেই ফের ত্রিপুরায় শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত তৃণমূল। দশমীর রাতে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের অভিযোগ, গতকাল শুক্রবার রাতে বাড়ির সামনেই পুজো মণ্ডপে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুব তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

বিজেপির মদতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে সরাসরি দাবি করেছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির সভাপতি সুবল ভৌমিক। তাঁর কথায়, ত্রিপুরায় দুর্গাপুজো খুব বড় উৎসব। সারাবছর ত্রিপুরাবাসী পুজোর দিনগুলির জন্য অপেক্ষায় থাকে। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার মানুষকে সেই উৎসব শান্তিতে পালন করতে দেয়নি। অষ্টমীর রাতে ধর্মনগরে বিজেপি দুষ্কৃতীরা তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে। দশমীর রাতে রাজ্যের প্রতিষ্ঠিত যুবনেতা শান্তনু সাহার উপর তার বাড়ি বনমালীপুরে কাছেই চড়াও হয় ১০-১২টি বাইকে চেপে আসা দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে হেলমেটে মুখ ঢেকে মারধর করে শান্তনুকে। তারা বলতে থাকে, বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না।

সুবল ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বলেন, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে পুলিশ, বিচার ব্যবস্থা আমার হাতে, সেই রাজ্যে এমন ঘটনা তো স্বাভাবিক। পুলিশ রাজ, মাফিয়া রাজ কায়েম করে রাজ্যে শাসন করছে বিপ্লব দেব। কিন্তু মানুষ এখন অনেক সংঘবদ্ধ। তাই আর দিনের আলোয় নয়, রাতের অন্ধকারে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসক দলের গুন্ডারা। চম্বলের ডাকাতদের মতো বিজেপি সরকার ত্রিপুরায় লুটপাটের রাজনীতি শুরু করেছে। সাড়ে তিন বছরের শাসনে মানুষের নাভিশ্বাস উঠছে। কেন্দ্রীয় নেতৃত্বকে সব জানিয়েছি। তাঁরা প্রতিনিয়ত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। উৎসব মিটলেই বৃহত্তর আন্দোলন হবে ত্রিপুরায়।”

এই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার বিকেলে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের মাধ্যমে পূর্ব আগরতলা থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন যুবনেতা শান্তনু সাহা। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সেখানে দুর্দান্ত ভাবে সংগঠনের কাজ করছিলেন এই তৃণমূল যুবনেতা। সেই আক্রোশ থেকেই বিজয়া দশমীর রাতে পরিকল্পনা করে তাঁকে মারধর করা হয়েছে বলেই দাবি শান্তনুর।

Tripura-tmc-youth leader-injured-durga pujo-bjp

আরও পড়ুন: জ্বালানী নিক্ষেপ ন্যায্যতা! কল্যাটা পেট্রোল পেরলো ১০৬ টাকা

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version