Monday, August 25, 2025

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস, ঘোষণা প্রিয়ঙ্কার

Date:

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস৷বছর ঘুরলেই সেই নির্বাচন হবে। সেই নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী এই কথা জানিয়েছেন৷advt 19
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনের টিকিট মহিলাদের দেওয়া হবে৷ ২০২০ সালের প্রথম দিকেই উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে নির্বাচন হতে চলেছে৷২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সঙ্গে জোট গড়ে ভোটে লড়েছিল কংগ্রেস৷ ১১৪ আসনের মধ্যে মাত্র ৭টি আসনে জয়লাভ করে কংগ্রেস৷ সব মিলিয়ে ৬.২৫ শতাংশ ভোট পেয়েছিল৷
কিন্ত, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশের কোনও বড় দলের সঙ্গে কংগ্রেস জোট করতে নারাজ৷ কংগ্রেস নিজেই সব আসনে লড়তে চাইছে৷
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসের অন্যতম মুখ হিসাবে উপস্থাপন করা হবে বলে কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানিয়েছিলেন৷ তিনি বলেন, রাজ্যে কংগ্রেস নেতাদের মধ্য অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়ঙ্কা গান্ধী৷

আরও পড়ুন- এই সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
যদিও এদিন প্রিয়ঙ্কা গান্ধী বলেন, নির্বাচনের মুখ কাকে করা হবে কিংবা আদৌ থাকবে কি না তা এখনও পর্যন্ত বিবেচনাধীন৷ তবে, উত্তরপ্রদেশ নির্বাচনে সাধারণ গরিব, দলিতদের জন্য কংগ্রেস লড়াই করবে৷ আমরা নতুন রাজনীতির জন্য লড়াই করব৷ যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা পায়৷লখিমপুর খেরি কাণ্ড নিয়ে উত্তরপ্রদেশে শাসকদেল বিরুদ্ধে লড়াই জারি রেখেছে কংগ্রেস৷ প্রিয়ঙ্কা গান্ধী মৃতদের পরিবারে সঙ্গে দেখা করতে গেলে তাঁকে আটকে দেওয়া হয়৷ পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হয়৷ যদিও শেষ পর্যন্ত নিপীড়িত পরিবারের সঙ্গে দেখা করেন৷

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version