Wednesday, November 5, 2025

নৃশংসভাবে আফিগানিস্তানের মহিলা জুনিয়র ভলিবল খেলোয়াড়কে গলা কেটে খুন করল তালিবান। ইরানের সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, ওই মহিলা খেলোয়াড়ের নাম মাহজবিন হাকিমি। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা ভলিবল দলের প্রশিক্ষক জানিয়েছেন,  অক্টোবর মাসে তাঁকে খুন করে তালিবান। কিন্তু বিষয়টি জানাজানি হয়নি। কারণ তালিবান ওই মহিলা ভলিবল খেলোয়াড়ের বাড়ির লোকেদের হুমকি দিয়েছিল, ঘটনার কথা জানাজানি হলে কেউ প্রাণে বাঁচবে না।

আরও পড়ুন:বিজেপি প্রার্থীর ভোট প্রচারে কাজল সিনহার ছবি! থানায় অভিযোগ প্রয়াত নেতার স্ত্রীর

কাবুল দখলের আগে পর্যন্ত কাবুল মিউনিসিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে খেলতেন মাহজবিন। তিনি ক্লাবের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। সম্প্রতি নেটমাধ্যমে মাহজিবনের গলা কাটা দেহের ছবি ছড়িয়ে পড়ে। তারপ্রেই প্রশ্ন উঠতে শুরু করে। আফগানিস্তানের মহিলা ভলিবল দলের প্রশিক্ষক জানিয়েছেন, আগস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর মাত্র দু’জন খেলোয়াড় দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিলেন। বাকি যাঁরা দেশ ছেড়ে পালাতে সক্ষম হননি তাঁদের মধ্যে মাহজবিন হাকিমি একজন। বহু চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি তিনি।

আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই মহিলা ক্রীড়াবিদদের তন্ন তন্ন করে খুঁজে বের করে তালিবান। বিশেষত তালিবানের নজর ছিল আফগানিস্তানের মহিলা ভলিবল দলের সদস্যদের দিকে। কারণ, তাঁরা বিভিন্ন দেশের প্রতিযোগীতায় অংশ নিয়েছিল এবং বিদেশি সংবাদমাধ্যমে তাঁদের ছবি প্রকাশিত হয়েছিল। তাই বাকি মহিলা ভলিবল খেলোয়াড়রাও রীতিমত ভীতগ্রস্থ হয়ে গা ঢাকা দিয়েছেন।

প্রসঙ্গত, আফগান জাতীয় মহিলা ভলিবল দল ১৯৭৮ সালে তৈরি হয়েছিল। আফগানিস্তানের তরুণ মেয়েদের জন্য আশার আলো এবং ক্ষমতায়ন নিয়ে এসেছিল এই মহিলা ভলিবল দল। তবে মাহজবিনের মৃত্যু তালিবান নৃশংসতার পরিচয়কে আবারও সামনে তুলে ধরেছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version