Sunday, August 24, 2025

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত্যু বাংলার ৫ ট্রেকারের, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

Date:

অবশেষে আশঙ্কাই সত্যি হল৷ উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ হারালেন বাংলার অন্তত পাঁচ জন ট্রেকার (Tracker)। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। দেহগুলি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে৷ উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টির সঙ্গেই চলছে তুষারপাত এবং ধসও৷ যার জেরে অনেক প্রাণহানি হয়েছে৷ আটকে পড়েছেন বহু পর্যটক৷ এনডিআরএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার।

উত্তরাখণ্ডের তিনদারি অঞ্চলের কানাপাটা পাস হয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন পাঁচ বাঙালি৷ কুড়ি তারিখ তাদের নীচে নেমে আসার কথা ছিল৷ কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় তিনদারি পাসে আটকে পড়েন তাঁরা৷ এরপর শুরু হয় ধস এবং তুষারপাত৷ তাতেই পাঁচ জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর।

মৃতরা হলেন-
বাগনানের চন্দ্রশেখর দাস
সরিৎ শেখর দাস
সাগর দে
রানাঘাটের প্রীতম রায়
ঠাকুরপুকুরের সাগর দে

আরও একটি দল বাঙালি ট্রেকারদের সঙ্গে দিল্লির কয়েকজনকে নিয়ে চিৎকুল, হর্ষিল রুটে লামখাদা পাসে যান৷ ওই দলটিতে মোট ১৭ জন সদস্য ছিলেন৷ হর্ষিলের দিকে নামার সময়ই দুর্যোগের মধ্যে পড়ে দলটি৷ মালবাহকরা আইটিবিপি-র ক্যাম্পে ফিরে জানান এগারো জন নিখোঁজ হয়ে গিয়েছেন৷ আইটিবিপি-র জওয়ানরা উদ্ধারকাজ শুরু করেন৷ অসমর্থিত সূত্র অনুযায়ী, আরও দুটি দেহ পাওয়া গিয়েছে। মিঠুন দারি নামে এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আইটিবিপি-র ও সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন৷

আরও পড়ুন:তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে এবার গোয়া যাচ্ছেন বাবুল

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version