Saturday, November 8, 2025

১০০ কোটি টিকা দিয়ে নজির গড়লেও উৎসবে সতর্ক থাকতে হবে: বার্তা প্রধানমন্ত্রীর

Date:

১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত, তবে সতর্ক হয়ে দীপাবলি পালন করতে হবে- জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, টিকাকরণের (Vaccination) বিশ্বের মধ্যে নজির গড়েছে ভারত। দেশ যে গতিতে ১০০ কোটি টিকা (Vaccine) দেওয়ার লক্ষ্য করেছে, তা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী বলেন, গত দীপাবলিতে সবাই আতঙ্কে ছিলেন। তবে এবার ১০০ কোটি টিকাকরণে একটা বিশ্বাস রয়েছে। দেশের টিকা সুরক্ষা দিলে, দীপাবলি আরও ভাল ভাবে পালন করা যাবে। অন্য সময়ে যা বিকিকিনি হয়, দীপাবলির সময় তা অনেক বেশি হয়। “তবে আমাদের সতর্ক হতে হবে। বেপরোয়া হওয়া চলবে না। করোনা এখনও চলে যায়নি।সুরক্ষা কবজ থাকলেও যুদ্ধের সময় অস্ত্র রেখে দেওয়া যাবে না। সতর্ক হয়ে উৎসব পালন করতে হবে। তেমন জুতো পরেই বাইরে যাওয়া আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, তেমনই মাস্ক পরেই বাইরে বেরোনাটা অভ্যাস করে নিতে হবে।” সবাই চেষ্টা করলে, তাড়াতাড়ি করোনাকে (Corona) হারানো যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বড় লক্ষ্য ঠিক করে তা পূরণ করতে জানে দেশ। আশার আলো হিসেবে এসেছে টিকা। আগে বিদেশ থেকে টিক আমদানি করতে হত। এখন ভারতেই তা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে ভারত। এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে দুনিয়া।
মোদি বলেন, আগে বাইরে থেকে টিকা আমদানি করতে হত। এখন বিশ্বকে টিকা সরবরাহ করছে ভারত। দেশের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই বড় চ্যালেঞ্জ ছিল বিপুল জনসংখ্যার দেশ তা সবার কাছে পৌঁছে দেওয়া। তবে, টিকা পৌঁছনোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজ করেছে ভারত। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version