Wednesday, November 5, 2025

পরপর ৩ দিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও

Date:

পরপর ৩ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। আজ আরও মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭৩ পয়সা।

আরও পড়ুন:খড়দহ উপনির্বাচন: পোস্টাল ব্যালট নয়, বয়স্ক-অক্ষমরা বুথে গিয়ই মমতার দলকে সমর্থন করবেন

বাংলায় যখন ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই , তখন গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা-সহ একডজন রাজ্যে সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল।  প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে বেড়েছে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা বেড়েছে।

কেরলে ডিজেলের দাম একশোর গণ্ডী পার করার পরই কংগ্রেস-সহ অন্যান্য বিররোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কিন্তু লাভ হয়নি। এরাজ্যে নিত্যদিন তৃণমূলের পক্ষ থেকে বেলাগাম পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে। কিন্তু তাতেও কেন্দ্রের পক্ষ থেকে কোনও আশ্বাস মেলেনি।

অতিমারী পর্বে যখন পকেট টান তখন লাগাতার পেট্রোপণ্যার দামবৃদ্ধির জেরে সব্জীর দামও আকাশছোঁয়া। টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। সবমিলিয়ে রুটিন মেনে জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তর মাথায় হাত। সংসার চলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। কবে এর থেকে মুক্তি মিলবে সে প্রশ্নের উত্তর এখনও অধরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version