Thursday, November 6, 2025

উপনির্বাচন: শনিবার গোসবা-খড়দহ জোড়া জনসভা “সেনাপতি” অভিষেকের

Date:

শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। গোসাবায় প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে পাঠানখালি মাঠে দুপুর একটায় জনসভা করবেন অভিষেক। এরপর তাঁর দ্বিতীয় জনসভা খড়দহে। দুই জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ প্রবল। সাধারণ মানুষও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আগ্রহী। যেখানে জনসভা হবে সেখানে প্রস্তুতি শেষ পর্যায়ে। গোসাবার জনসভা নিয়ে দ্বীপ এলাকার মানুষের উৎসাহ বেশি। খড়দহে সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে সভা হবে। মাঠ পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঞ্চের কাজ প্রায় শেষ। শেষ মুহূর্তের কাজ চলছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা তুঙ্গে। সূত্রের খবর, গোসভায় সভা শেষ করে আকাশপথে খড়দহে আসবেন অভিষেক।

জেলা সভাপতি পার্থ ভৌমিক বলেন, সম্পূর্ণ কোভিড বিধি ও নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সভা হচ্ছে। একটা থেকে দেড়টার মধ্যেই নির্দিষ্ট সংখ্যায় নেতা-কর্মীদের সভাস্থলে ঢুকে যাওয়ার অনুরোধ করা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন রাজনৈতিক, সাংগঠনিক কাজ করার অভিজ্ঞতা আছে। মন্ত্রী হিসেবেও কাজ করছি। আমি জানি কীভাবে কাজ করতে হয়। কীভাবে এলাকার উন্নয়ন করতে হয়। বিদ্যুৎমন্ত্রী থাকাকালীনও আমার এলাকায় অনেক কাজ করেছি। যাঁরা আমার বিপরীতে লড়ছেন তাঁদের সেই এখনও এই অভিজ্ঞতা হয়নি। শুক্রবার খড়দহ বিধানসভা এলাকার কল্যাণনগর বটতলা, পার্থপুর বাজার, জোড়া বাম্পার, বিডি সোপান এবং পাতুলিয়ার বটতলা বিশ্বাসপাড়া, বন্দিপুর ঠাকুর কলোনি, বিলকান্দার তালবান্দা, কামারগাঁথি কলোনি এলাকায় পথসভা করেন বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন- “ভেড়া ছিল, এখন ছাগল এসেছে!” বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দিলীপ-সুকান্তকে খোঁচা অনুব্রতর

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version