Tuesday, November 11, 2025

ধর্ম নিয়ে নিজেদের হিংসার খেলা বন্ধ হওয়া দরকার, শুভেন্দুকে তোপ পার্থর

Date:

শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের অশান্তি প্রসঙ্গ টেনে এনেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেই পথেই এবার শুভেন্দুকে পাল্টা আক্রমণ শোনালেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। শুক্রবার নদীয়ার শান্তিপুরে(shantipur) নির্বাচনী প্রচারে বিজেপিকে(BJP) তিনি জানালেন, ‘ধর্ম নিয়ে হিংসা খেলা বন্ধ হওয়া দরকার।’

আরও পড়ুন:সাতসকালেই এনসিবি-র দফতরে হাজির শাহরুখ খানের ম্যানেজার ,কেন?

শুক্রবার শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে শুভেন্দুকে এক হাত নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কী বলেছেন, সেটা আগে লোকসমাজে উনি বলুন। আমরা সব ধর্মে বিশ্বাসী। আমরা বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট অবহিত। বিরোধী দলনেতা হয়ে তিনি দলবদল করে এখন হরিকীর্তন করছেন। বাংলার মানুষ মমতাময়ী। তৃণমূল কংগ্রেস সর্ব ধর্ম সমন্বয় করে চলে। আর বাংলার গরিমাকে অটুট রাখে। সংহতি বজায় রাখে।”

উল্লেখ্য, উপ নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শান্তিপুর। সম্প্রতি সেখানে ইস্তফা দিয়েছেন বিজেপি সভাপতি বিপ্লব কর। এই পরিস্থিতি সম্পর্কে শুভেন্দুকে প্রশ্ন করা হলে সম্প্রতি সাংবাদিকের ওপর মেজাজ হারাতে দেখা যায় শুভেন্দুকে। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অহংবোধ এঁর, এঁদের, এমন জায়গায় পৌঁছেছে, ইতিমধ্যেই মানুষ তার জবাব দিয়েছেন। এবার শান্তিপুরের মানুষ যোগ্য জবাব দেবেন। একেতেই শান্তিপুরের মানুষকে নিজেদের স্বার্থে উপনির্বাচনের থেকে ঠেলে দিয়ে অপমান করেছেন। শান্তিপুরের মানুষ যোগ্য জবাব দেবেন।”

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version