Friday, May 9, 2025

বিদায়বেলাতেও পূবালি হাওয়ার ভ্রুকুটি, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

Date:

বিদায় নিয়েছে বর্ষা। ঘন কুয়াশার বুক চিরে উঁকি দিচ্ছে শীত।উৎসবের মরসুম এখন থেকেই উপভোগ করতে শুরু করেছে শিতের আমেজ। তবে বাঁধ সেজেছে পূবালি হাওয়া। যার জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত ১ পাকিস্তানী জঙ্গি

আবহাওয়া দফতর সূত্রের খবর,  চারিদিকে হেমন্তের পরিবেশ। তবে এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পুবালি হাওয়ার প্রভাবে ভারী বৃষ্টি হবে না। বঙ্গের বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দুই ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কয়েকদিন পরই তা পরিষ্কার হয়ে যাবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মালদা ও দিনাজপুরে  আবহাওয়া শুষ্কই থাকবে।

দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও রাজস্থান এর উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ইতিমধ্যেই বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় পর্ব শুরু হতেই  উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ১.৮ মিলিমিটার।

Related articles

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...
Exit mobile version