Sunday, May 11, 2025

বিদায়বেলাতেও পূবালি হাওয়ার ভ্রুকুটি, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

Date:

বিদায় নিয়েছে বর্ষা। ঘন কুয়াশার বুক চিরে উঁকি দিচ্ছে শীত।উৎসবের মরসুম এখন থেকেই উপভোগ করতে শুরু করেছে শিতের আমেজ। তবে বাঁধ সেজেছে পূবালি হাওয়া। যার জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত ১ পাকিস্তানী জঙ্গি

আবহাওয়া দফতর সূত্রের খবর,  চারিদিকে হেমন্তের পরিবেশ। তবে এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পুবালি হাওয়ার প্রভাবে ভারী বৃষ্টি হবে না। বঙ্গের বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দুই ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কয়েকদিন পরই তা পরিষ্কার হয়ে যাবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মালদা ও দিনাজপুরে  আবহাওয়া শুষ্কই থাকবে।

দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও রাজস্থান এর উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ইতিমধ্যেই বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় পর্ব শুরু হতেই  উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ১.৮ মিলিমিটার।

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version