Thursday, November 13, 2025

শাহরুখ-পুত্র (Shahrukh khan & Aryan Khan) আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) পরীক্ষা করতে করতে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছে এনসিবি। আরিয়ান- অনন্যার (Aryan-Ananya) ২০১৯ সালের একটি কথোপকথন এখন চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আরিয়ান খান এবং অনন্যা পাণ্ডের (Ananya Pandey) হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে ।

সেখানে নাকি দাবি করা হয়েছে, ২০১৯ সালের জুলাই মাসে অনন্যার কাছে গাঁজা চাইতে দেখা গেছে আরিয়ানকে। আরিয়ানের প্রশ্নের উত্তরে অনন্যা জানিয়েছেন, গাঁজার প্রচুর চাহিদা রয়েছে। তার উত্তরে আরিয়ান তাঁকে জানান, তিনি গোপনে অনন্যার কাছ থেকে গাঁজা নিয়ে নেবেন। কেউ কিছু জানতে পারবে না । ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে , পরবর্তী কথোপকথনে দেখা যাচ্ছে, আরিয়ানকে অনন্যা বলছেন, তিনি মাদক যোগানের ব্যবসায় পা দিয়ে দিয়েছেন । মাদক জোগাড় করতে এখন আর কোনও অসুবিধা নেই।

শুধু তাই নয় মাদক সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়লে যে এনসিবির ফাঁদে পড়তে হবে তাও তারা সকলেই বিলক্ষণ জানেন। সেটা তাদের হোয়াটসঅ্যাপ কথোপকথনেই বারবার উঠে এসেছে। চ্যাটে দেখা গেছে বারবার একে অপরকে এনসিবি প্রসঙ্গ তুলে মশকরা করছেন।

২০২১ সালে অন্য দুই বন্ধুর সঙ্গে কথোপকথনে আরিয়ানকে এনসিবি-র নাম নিয়ে মশকরা করতে দেখা যায়। প্রথমে তিনি কোকেন আনার পরামর্শ দেন। তার পরে এনসিবি-র নাম করে বন্ধুদের ভয় দেখান। স‌ংবাদমাধ্যমের দাবি, তদন্তকারী সংস্থার ধারণা, অনন্যা এক জন ছোটখাটো মাদক-জোগানদার। আর অনন্যার মাধ্যমেই আরিয়ান মাদক সংগ্রহ করতেন বলে দাবি এনসিবি-র।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version