Thursday, November 13, 2025

উপনির্বাচন: দুর্গাপুজোর আগে ৩-০, কালীপুজোর আগে ৪-০-এর পালা তৃণমূলের

Date:

দুর্গাপুজোর ঠিক আগে ৩-০ হয়েছে। এবার কালীপুজোর আগে ৪-০-এর পালা। রাজ্যে উৎসবের মরশুমে ঠিক একমাসের ব্যবধানে শাসক দল তৃণমূলের পক্ষে উপনির্বাচনে এমনই ফলাফল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসবা কেন্দ্রে উপনির্বাচন। এবার ৪-০ করাই লক্ষ্য। তাই পরিকল্পনা করেই উপনির্বাচনে একের পর এক প্রচারে করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

একুশের বিধানসভা ভোটে বিজেপিকে বিপর্যস্ত করে রাজ্যজুড়ে অভূতপূর্ব ফলাফল করেছিল তৃণমূল। সবমিলিয়ে ২১৩টি আসন পেয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে। ওই দুটি আসন সহ ভবানীপুরে উপনির্বাচন হয় পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর। এবং ফলাফল বেরোতেই দেখা যায় ৩-০ তে জিতেছে তৃণমূল। যার মধ্যে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো শেষ। এবার আবার ভোটপুজোয় সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। কালীপুজোর আগেই বাংলায় ফের ভোট পুজো৷ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এবার ওই চারটি কেন্দ্রই বড় ব্যবধানে জয় পেতে মরিয়া ঘাসফুল শিবির। চার কেন্দ্রের মধ্যে দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রটি একুশের ভোটে ছিল বিজেপির দখলে। এবার সেই দুটি আসনও ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ চার কেন্দ্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একের পর এক সভা করেছে।

এরমধ্যেই রাজ্যের রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে অনেকটাই। একুশের ভোটের আগে বিজেপির পালে হাওয়া ছিল বলে অনেকেই দলবেঁধে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু ফলাফল একেবারে উল্টো হতেই দলে দলে তৃণমূলে যোগদানের হিড়িক। ফলে উপনির্বাচন হওয়া ৪টি কেন্দ্রে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেওয়ায় শক্তি আরও অনেকটাই বাড়িয়ে ফেলেছে শাসক শিবির। গোসাবায় আবার বিজেপির একুশের ভোটের প্রার্থী বরুণ প্রামানিক দলবল নিয়ে তৃণমূলে যোগদান করে প্রচারও করছেন। আবার দিনহাটায় প্রচারে বেরিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই ওই আসনটি নিশ্চিত হয়ে যায় তৃণমূলের পক্ষে। আর শান্তিপুরে কিছুটা সুবিধাজনক জায়গায় বিজেপি থাকলেও, গেরুয়া শিবিরের অন্তর্কলহে
শেষ ল্যাপে এসে অ্যাডভান্টেজ তৃণমূল।

সবমিলিয়ে হেমন্তের আমেজে উপনির্বাচনে ঘাসফুল শিবিরে বসন্তের সুবাস!

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version