Sunday, November 9, 2025

উপনির্বাচন: দুর্গাপুজোর আগে ৩-০, কালীপুজোর আগে ৪-০-এর পালা তৃণমূলের

Date:

দুর্গাপুজোর ঠিক আগে ৩-০ হয়েছে। এবার কালীপুজোর আগে ৪-০-এর পালা। রাজ্যে উৎসবের মরশুমে ঠিক একমাসের ব্যবধানে শাসক দল তৃণমূলের পক্ষে উপনির্বাচনে এমনই ফলাফল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসবা কেন্দ্রে উপনির্বাচন। এবার ৪-০ করাই লক্ষ্য। তাই পরিকল্পনা করেই উপনির্বাচনে একের পর এক প্রচারে করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

একুশের বিধানসভা ভোটে বিজেপিকে বিপর্যস্ত করে রাজ্যজুড়ে অভূতপূর্ব ফলাফল করেছিল তৃণমূল। সবমিলিয়ে ২১৩টি আসন পেয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে। ওই দুটি আসন সহ ভবানীপুরে উপনির্বাচন হয় পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর। এবং ফলাফল বেরোতেই দেখা যায় ৩-০ তে জিতেছে তৃণমূল। যার মধ্যে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো শেষ। এবার আবার ভোটপুজোয় সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। কালীপুজোর আগেই বাংলায় ফের ভোট পুজো৷ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এবার ওই চারটি কেন্দ্রই বড় ব্যবধানে জয় পেতে মরিয়া ঘাসফুল শিবির। চার কেন্দ্রের মধ্যে দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রটি একুশের ভোটে ছিল বিজেপির দখলে। এবার সেই দুটি আসনও ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ চার কেন্দ্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একের পর এক সভা করেছে।

এরমধ্যেই রাজ্যের রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে অনেকটাই। একুশের ভোটের আগে বিজেপির পালে হাওয়া ছিল বলে অনেকেই দলবেঁধে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু ফলাফল একেবারে উল্টো হতেই দলে দলে তৃণমূলে যোগদানের হিড়িক। ফলে উপনির্বাচন হওয়া ৪টি কেন্দ্রে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেওয়ায় শক্তি আরও অনেকটাই বাড়িয়ে ফেলেছে শাসক শিবির। গোসাবায় আবার বিজেপির একুশের ভোটের প্রার্থী বরুণ প্রামানিক দলবল নিয়ে তৃণমূলে যোগদান করে প্রচারও করছেন। আবার দিনহাটায় প্রচারে বেরিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই ওই আসনটি নিশ্চিত হয়ে যায় তৃণমূলের পক্ষে। আর শান্তিপুরে কিছুটা সুবিধাজনক জায়গায় বিজেপি থাকলেও, গেরুয়া শিবিরের অন্তর্কলহে
শেষ ল্যাপে এসে অ্যাডভান্টেজ তৃণমূল।

সবমিলিয়ে হেমন্তের আমেজে উপনির্বাচনে ঘাসফুল শিবিরে বসন্তের সুবাস!

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version