Friday, August 22, 2025

পাহাড়ি পথে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, চায়ের আড্ডায় শুনলেন গান

Date:

উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে কিছুটা হালকা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। বুধবার সকালে কার্শিয়াংয়ের (Kurseong) পাহাড়ি পথে হেঁটে ঘোরেন মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এমনকী, রাস্তার ধারের চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিল মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। রাস্তার পাশের দোকান থেকে কেনাকাটাও করেন মুখ্যমন্ত্রী।

চারদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ি পৌঁছেই একের পর এক সভা করেন তিনি। মুখোমুখি হন সংবাদমাধ্যমের। মঙ্গলবার, কার্শিয়ঙের প্রশাসনিক বৈঠক থেকে দার্জিলিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। সেরেছেন তিনি। সেখানেই সার্কিট হাউজে রাতে থেকে সকালে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে যান মহানদী ভিউ পয়েন্ট গিদ্দায়।

সকালে পাহাড়ি রাস্তায় মুখ্যমন্ত্রীকে সামনে দেখে অবাক স্থানীয়রা। বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন তৃণমূল সুপ্রিমো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মমতা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে আদরও করেন। এরপর মহানদী পয়েন্টে একটি চায়ের দোকানের সামনে বসে চা খান। দোকান মালিকের সঙ্গে কথা বলেন। সেই আড্ডায় যোগ দেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ওই রকম পরিবেশে তাঁকে গান গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। গান শোনান ইন্দ্রনীল। পরে একটি দোকান থেকে দুজোড়া জুতো কেনেন মমতা। মুখ্যমন্ত্রীর একেবারে নিকটাত্মীয়ের মতো আচরণে আপ্লুত পাহাড়ের বাসিন্দারা।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version