Sunday, November 9, 2025

ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দায় বিশ্ব হিন্দু পরিষদের, দাবি মানিকের

Date:

সম্প্রতি একদল দুষ্কৃতী ত্রিপুরার পানিসাগর এলাকার মসজিদে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে সংখ্যালঘু এলাকায় একাধিক দোকান ও বাড়িতেও তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পর বিপ্লব দেব সরকারের কোনও হেলদোল নেই। ত্রিপুরা পুলিশের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়লেও এখনও পর্যন্ত একজন অভিযুক্ত গ্রেফতার হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা মানিক সরকার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার জন্য মানিকবাবু সরাসরি বিশ্ব হিন্দু পরিষদের উপর দোষ চাপিয়েছেন। একই সঙ্গে।পানিসাগরে ঘটনায় যাতে রাজ্যের সম্প্রীতি ক্ষুণ্ন না হয়, তা নিয়ে প্রশাসনকে সতর্ক করেছেন সিপিএম নেতা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিক সরকার বলেন, ” সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশের অভ্যন্তরে কিছু উষ্কানীমূলক মূলক নিন্দনীয় ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কিছু দাবিকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। আর বিশ্ব হিন্দু পরিষদের এই প্রতিবাদ কর্মসূচির নামে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে প্ররোচনা জুগিয়ে কিছু কিছু জায়গায় সম্প্রীতি ক্ষুন্ন করা হয়েছে। উত্তর জেলার পানিসাগরের চামটিলা এলাকার নিন্দনীয় ঘটনা তার প্রমান।”

এরপর মানিক সরকার বলেন, “ত্রিপুরায় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন সুপ্রাচীন। এই ভাবধারা যাতে নষ্ট না হয় তার জন্য দলমত নির্বিশেষে সম্প্রীতি রক্ষায় সুদৃঢ় ভূমিকা নিতে হবে।”

রাজ্যের বিরোধী দলনেতা এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার আর্জি জানান। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, “আমরা এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছি। তবে অপ্রীতিকর আর কোনও ঘটনার খবর নেই। পানিসাগর, ধর্মনগরে মহকুমায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে উত্তর ত্রিপুরার বিভিন্ন সংবেদনশীল এলাকায় ইতিমধ্যেই শান্তি বৈঠক করছে স্থানীয় প্রশাসন, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন- ১ নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ, নির্ভুল তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version