Monday, May 12, 2025

করোনা পরিস্থিতিতেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে

Date:

১৬ নভেম্বর (November) থেকে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল (School) খোলা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির মধ্যে স্কুল খোলার জন্য নয়া বিধি প্রকাশ কর মধ্যশিক্ষা পর্ষদ।

শুধুমাত্র স্কুলে নয় কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করার কাজ শেষ করতে হবে। এবং স্যানিটাইজেশন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে–

ক্লাস শুরুর ৩০ মিনিট আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।

নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।

দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।

স্কুল কলেজ খোলার আগে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।

 

 

পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।

আরও পড়ুন: আরবিআইয়ের গভর্নর হিসেবে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের

পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

কোভিড বিধি মেনে হস্টেল খোলা যেতে পারে। স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।

স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র-ছাত্রীই কোনও গয়না পরতে পারবেন না।

করোনা বিধি মেনে একটি বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু’জন বসলে পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।

ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।

আপাতত স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবে না।

বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। স্কুলে পাওয়া যাবে না। স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।

আরও পড়ুন: সব ধরনের বাজি নিষিদ্ধ ঘোষণা হাইকোর্টের, জ্বালানো যাবে প্রদীপ-মোমবাতি 

স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।

পানীয় জল বা বই কোনোটাই দেওয়া নেওয়া যাবে না।

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version