Tuesday, November 11, 2025

মমতার গোয়া সফরে বড় চমক: তৃণমূলে লিয়েন্ডার-নাফিসা-মৃণালিনী

Date:

তৃণমূল সুপ্রিমোর গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় চমক। জল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সফরের মধ্যে অনেক তারকাই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। সেই মতই শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), অভিনেত্রী ও সমাজসেবী নাফিসা আলি (Nafisa Ali), পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshmukh)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়নের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ অভিনেত্রী-সমাজসেবী৷ নাফিসা আলি- সঙ্গেও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার, দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই নাফিসা আলি যোগ দেন তিনি৷ দলে যোগ দিয়েই নাফিসা আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নতুন কংগ্রেস। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে পাবেন মমতা।

লিয়েন্ডার পেজ বলেন, যখন তিনি খেলা শুরু করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতেন।

তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই জানান, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই মতোই এদিন তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ তৃণমূল নেত্রীর গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷

আরও পড়ুন:ভয় পেয়েছে বিজেপি: গোয়ায় সাইনবোর্ড হতে আসিনি, মরে গেলেও আপস নয়: তৃণমূলনেত্রী

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version