Monday, November 10, 2025

আফগানিস্তানকে হারিয়ে জয়ে হ‍্যাটট্রিক চাইছেন পাক কোচ সাকলিন মুস্তাক

Date:

শুক্রবার টি-২০ বিশ্বকাপে ( t-20 world) তৃতীয় ম‍্যাচে নামছ পাকিস্তান ( Pakistan)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan)। টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে ভারত, নিউজিল্যান্ডের মতো দেশকে হারিয়ে এই মুহূর্তে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে বাবর আজমের দল। শুক্রবার দুবাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দাপটে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

শুক্রবার আফগানরা বড় পরীক্ষার সামনে। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটাররা কীভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলায়, তার উপর জাদরান, নবি, রশিদদের সাফল্য নির্ভর করবে। তবে আফগানিস্তান টি-২০ ফরম্যাটে এমন একটা দল যাদের হালকাভাবে নেওয়ার উপায় নেই। পাওয়ার হিটার ও বিশ্বমানের স্পিনারদের নিয়ে গড়া আফগানদের সমীহ করতেই হবে যে কোনও দলকে। হাজরাতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরানদের পাওয়ার হিটিং ও রশিদ খান, মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিনাররা আফগানিস্তান দলের ভারসাম্য বাড়িয়েছেন। বাবরদের বিরুদ্ধে তাই চমক দিতে তৈরি আফগান ব্রিগেড। তবে লড়াইটা মূলত আফগান ব্যাটারদের সঙ্গে পাক বোলারদের। শাহিন আফ্রিদি, হাসান হালি, হ্যারিস রউফের মতো পাক পেসাররা টুর্নামেন্টে ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। স্পিন বিভাগে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ মহম্মদ হাফিজ রয়েছেন।

আফগানিস্তান ম‍্যাচ নিয়ে পাকিস্তান কোচ সাকলিন মুস্তাক বলেন,”প্রথম দুটো ম্যাচে ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। যে আত্মবিশ্বাস প্রথম দুটো ম্যাচে জিতে আমরা অর্জন করেছি, সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। আফগানিস্তান শক্তিশালী দল। অনায়াসে জিতে যাব, এই ভাবনা আমাদের মধ্যে থাকাই উচিত নয়। ওদের বোলিং আক্রমণ অসামান্য, বিশেষত স্পিনাররা। এ ছাড়া ওরা যে ভাবে খুশি ব্যাটিং করছে, ভয়ডরহীন ক্রিকেট খেলে। এ ধরনের দল বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনও সময়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version