Saturday, August 23, 2025

৫১-তে ৫১ প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে ত্রিপুরা পুরভোট জমিয়ে দিল তৃণমূল

Date:

একদিকে যখন দলের ড্যামেজ কন্ট্রোলে ত্রিপুরা আসতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, ঠিক তখনই আগরতলা পুরভোটে ৫১ আসনে প্রতিটিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে খেলা জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঘোষণা করেন, আগরতলা পুরসভা নির্বাচনে ৫১টি আসনেই লড়াই করবে তৃণমূল প্রার্থীরা। তাঁর কথায়, “বাংলায় তৃণমূল মানুষের রায় নিয়ে ফের ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে কলকাতা সহ বাংলার পুরসভাগুলিও এখন তৃণমূলের দখলে। গোটা আগরতলা পরিবর্তন চাইছে। কলকাতার মতো উন্নত পরিষেবা চাইছে আগরতলা। ত্রিপুরাতেও অবাধ ও সুষ্ঠ নির্বাচন হোক। মানুষ তাঁদের রায় দেবেন। আর আগরতলার ৫১ আসনে প্রতিটিতে প্রার্থী দেবে তৃণমূল।” শুধু তাই নয়, কুণাল ঘোষের দাবি, আগরতলার প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের চারজন-পাঁচজন প্রার্থী হওয়ার মতো যোগ্য। প্রার্থী হওয়ার দৌড়ে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। প্রার্থী একজনই হতে পারবেন, কিন্তু সার্বিকভাবে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা দলের সংগঠনের জন্য একটি ভালো দিক।

এরপরই কুণাল ঘোষ বলেন, “কিছুদিন আগে যারা বলেছিলেন, তৃণমূল কোথায়? এখন তারা তৃণমূলের চাপ বুঝতে পারছেন। ফলে রাজ্যের নেতা দিয়ে আর হচ্ছে না, পুরসভা ভোটেও দিল্লির নেতাদের ডাকতে হচ্ছে। মিলিয়ে নেবেন কয়েক দিনের মধ্যেই পুরসভা ভোটের আগে আগরতলায় দিল্লির বিজেপি নেতা আসবেন। কিন্তু তাতে লাভ হবে না। বাংলায় ডেইলি পাসেঞ্জারি করেও তৃণমূলকে রুখতে পারেননি। ত্রিপুরাতেও পারবেন না।”

কুণাল ঘোষ আরও বলেন, মানুষ বিজেপির বিকল্প হিসেবে তৃণমূলকেই চাইছেন। তাই দলে দলে তৃণমূলে যোগদান চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ত্রিপুরা আসার আগেও এদিন সুবল ভৌমিক, সুস্মিতা দেবের হাত ধরে অন্য দল থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:রাত পোহালেই ৪ কেন্দ্রে উপনির্বাচন, এক নজরে দেখে নেওয়া যাক প্রস্তুতিপর্ব

এদিন কুণাল ঘোষ ত্রিপুরাবাসীর কাছে আবেদন করেন, বিজেপিকে রুখতে অন্য কোনও দলকে ভোট নয়। বাম-কংগ্রেস এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে ডাহা ফেল। তাই তাদের ভোট দেওয়া মানে সেই ভোট নষ্ট করা। একটিও ভোট নষ্ট না করে বিজেপিকে রুখতে ত্রিপুরার মানুষকে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version