Thursday, August 21, 2025

কংগ্রেসের জন্যই মোদির শক্তি বৃদ্ধি, বিজেপি-কংগ্রেস সমঝোতা করে: মমতা

Date:

মণীশ কীর্তনিয়া

গোয়ার সফরের তৃতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, কংগ্রেসের (Congress) জন্যেই মোদির শক্তি বৃদ্ধি হয়েছে। ওরা বিজেপির (Bjp) সঙ্গে সমঝোতা করে চলে। “কংগ্রেস রাজনীতিকে সিরিয়াসলি নিচ্ছে না। যখন বিজেপির বিরুদ্ধে লড়ার কথা, তখন তারা বাংলায় আমার বিরুদ্ধে লড়াই করেছে। তারা কী মনে করে, এরপর আমি তাদের ফুল দেব। ওরা অনেক সময় পেয়েছে। বিজেপি ওদের জন্য ক্ষমতায় আছে।”

গোয়া সফরের দ্বিতীয় দিনেও সেই রাজ্যে তথা দেশে কংগ্রেসের দুর্বলতার কারণেই বিজেপি মাথাচাড়া দিয়েছে বলে অভিযোগ করেন মমতা। শনিবার, গোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কংগ্রেসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার পাশাপাশি বিজেপি কেউ আক্রমণ করেন তিনি। বলেন, “বিজেপি দাম বাড়াবে পেট্রোল ডিজেলর তারপর রাজ্য সরকারকে বলবে দাম কমাতে। কেউ কোনও প্রশ্ন করে না। আমি করি তাই ইডি-সিবিআই লেলিয়ে দেয়।” বিজেপি সংবাদমাধ্যমকেও ছাড়ে না বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের মন্তব্যের কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, কংগ্রেস যে ভাবে চলছে তাতে আগামী দশ বছরেও বিজেপিকে হারাতে পারবে না।

একইসঙ্গে গোয়ার আঞ্চলিক দলগুলির গুরুত্বের কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রিজিওনাল দলগুলি খুবই শক্তিশালী। গোয়ার দলগুলি একজায়গায় এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে সেটা ভালোই হবে”। তৃণমূল নেত্রীর মতে, ভোট ভাগ হোক সেটা তিনি চান না। “বিজয় সরদেশাই-এর সময় একসাথে কাজ করার জন্য আলোচনা হয়েছে। আমরা কেউই চাই না গোয়ায় ভোট ভাগ হোক। কংগ্রেসের মতো নই ওরা বিজেপির সঙ্গে আপস করে চলে”

নাম না করে কটাক্ষ করে মমতা বলেন, “আমি সাধারণ ভাবেই থাকতেই পছন্দ করি। দেশে অনেক রাজনীতিবিদ আছেন যাঁরা নিজেদের ভিআইপি ভাবতে ভালোবাসেন। আমি স্ট্রিট ফাইটার।” সাংবাদিক বৈঠক সেরে লুইজিনহ ফ্যালেরিও, ডেরেক ও’ব্রায়েন এবং লিয়েন্ডার পেজকে নিয়ে চার্চে যান মমতা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version