Wednesday, November 5, 2025

ত্রিপুরা: কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক নেতৃত্ব

Date:

২৩-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায়(Tripura) পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল(TMC)। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আগামীকাল ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার আগেই শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও বিজেপি থেকে একঝাঁক নেতৃত্ব। অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া এই সকল নেতৃত্বের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

শনিবার আগরতলায় কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন ত্রিপুরা কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যোগ দেন কংগ্রেস নেত্রী মহুয়া চক্রবর্তী ও বীণা ঘোষ। এছাড়াও বিজেপি থেকে এদিন তৃনমূলে যোগদান সঞ্জীব কুমার পাল। যোগদান মঞ্চ থেকে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজ যারা তৃণমূলে যোগ দিলেন, তারা ত্রিপুরার মাটিতে এক আন্দোলনের ক্ষণে দলে যোগ দিয়েছেন। এটা বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য একটি হুঁশিয়ারি। এই বিজেপি সরকার ত্রিপুরার মাটিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে বাধা দিচ্ছে। এদের এই ষড়যন্ত্র আমরা মানবো না। আন্দোলন জারি থাকবে।”

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version