Sunday, November 9, 2025

ত্রিপুরা: কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক নেতৃত্ব

Date:

২৩-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায়(Tripura) পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল(TMC)। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আগামীকাল ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার আগেই শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও বিজেপি থেকে একঝাঁক নেতৃত্ব। অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া এই সকল নেতৃত্বের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

শনিবার আগরতলায় কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন ত্রিপুরা কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যোগ দেন কংগ্রেস নেত্রী মহুয়া চক্রবর্তী ও বীণা ঘোষ। এছাড়াও বিজেপি থেকে এদিন তৃনমূলে যোগদান সঞ্জীব কুমার পাল। যোগদান মঞ্চ থেকে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজ যারা তৃণমূলে যোগ দিলেন, তারা ত্রিপুরার মাটিতে এক আন্দোলনের ক্ষণে দলে যোগ দিয়েছেন। এটা বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য একটি হুঁশিয়ারি। এই বিজেপি সরকার ত্রিপুরার মাটিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে বাধা দিচ্ছে। এদের এই ষড়যন্ত্র আমরা মানবো না। আন্দোলন জারি থাকবে।”

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version