Monday, August 25, 2025

ত্রিপুরা: কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক নেতৃত্ব

Date:

২৩-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায়(Tripura) পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল(TMC)। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আগামীকাল ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার আগেই শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও বিজেপি থেকে একঝাঁক নেতৃত্ব। অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া এই সকল নেতৃত্বের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

শনিবার আগরতলায় কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন ত্রিপুরা কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যোগ দেন কংগ্রেস নেত্রী মহুয়া চক্রবর্তী ও বীণা ঘোষ। এছাড়াও বিজেপি থেকে এদিন তৃনমূলে যোগদান সঞ্জীব কুমার পাল। যোগদান মঞ্চ থেকে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজ যারা তৃণমূলে যোগ দিলেন, তারা ত্রিপুরার মাটিতে এক আন্দোলনের ক্ষণে দলে যোগ দিয়েছেন। এটা বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য একটি হুঁশিয়ারি। এই বিজেপি সরকার ত্রিপুরার মাটিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে বাধা দিচ্ছে। এদের এই ষড়যন্ত্র আমরা মানবো না। আন্দোলন জারি থাকবে।”

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version