Friday, August 29, 2025

ঝটিকা সফরে গোয়ায় রাহুল: জ্বালানি তেল নিয়ে বিজেপিকে তোপ, সাক্ষাৎ মৎস্যজীবীদের সঙ্গে

Date:

আর কয়েক মাস পর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে সরগরম হয়ে উঠেছে গোয়া রাজনীতি। সম্প্রতি গোয়া সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সফরকালেই গোয়ার(Goa) মাটিতে পা রাখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। নির্বাচন মুখর এই রাজ্যে পা রেখেই শনিবার চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ শানান বিজেপিকে। পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে সেখানকার স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

এদিন গোয়ায় পা রেখে বিজেপিকে তোপ দাগেন রাহুল গান্ধী। দেশে পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, “আন্তর্জাতি বাজারে যেখানে পেট্রোল-ডিজেলের দাম কমছে। সেখানে বেশি মাত্রায় কর বসিয়ে নিজের কোষাগার ভরার জন্য পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে মোদী সরকার।” শুধু তাই নয়, মৎস্যজীবীদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের নিয়ে কংগ্রেসের পরিকল্পনার কথা জানান রাহুল। একইসঙ্গে রাহুল গান্ধী বলেন, “আমরা কিছুতেই গোয়াকে দূষিত পরিবেশ হতে দেব না। পরিবেশ আমাদের কাছে সবচেয়ে আগে গুরুত্বের। আমরা গোয়াকে কোল হাব বানানোর বিরোধিতা করব।”

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

যদিও রাহুলের এই ঝটিকা সফরের পেছনে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। গোয়াতে এই মুহুর্তে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে গোয়ায় দুই শীর্ষ রাজনৈতিক দলের নেতার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কংগ্রেস ছেড়ে একাধিক নেতা যোগ দিয়েছেন তৃনমূলে। ভোটের আগে দলের শক্তিক্ষয় সামলাতে এবং দলবদল রুখতেই রাহুল গান্ধীর এই গোয়া সফর বলে মনে করা হচ্ছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version