Saturday, August 23, 2025

নয়া ফন্দি! অভিষেকের সফরের ২৪ ঘণ্টা আগে করোনা টেস্ট বাধ্যতামূলক করল বিপ্লব দেব সরকার

Date:

প্রথমে ১৪৪ ধারা প্রয়োগ। এবার করোনা টেস্ট। যেন তেন প্রকারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ত্রিপুরা সফর বানচাল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিপ্লব দেব (Biplab Deb) সরকার। ১৪৪ ধারার পর এবার আরটিপিসিআর টেস্টের অজুহাত দেখিয়ে অভিযেককে আটকানোর চেষ্টা করল বিপ্লব দেব সরকার।

৩১ অক্টোবর দুপুরে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে শুক্রবার গভীর রাতে একপ্রকার ‘ইচ্ছাকৃত’ ভাবেই কোভিডবিধি নিয়ে নতুন নিয়ম জারি করেছে ত্রিপুরা সরকার। নতুন নিয়মে বলা হয়েছে ভারতের যে রাজ্যে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখান থেকে বিমান, ট্রেন কিংবা সড়কপথে এলে করোনার আরটিপিসিআর(RT-PCR) টেস্ট নেগেটিভ বাধ্যতামূলক। নির্দেশিকায় যে সব রাজ্যের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে কেরল, হিমাচল, সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। শনিবার থেকেই এই নয়া নিয়ম লাগু হচ্ছে। নির্দেশিকায় আরও বলা রয়েছে, ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া থাকলেও আরটিপিসিআর টেস্ট থেকে ছাড় মিলবে না। অভিষেককে আটকাতেই ত্রিপুরা সরকারের এই নয়া ফন্দি বলে দাবি ঘাসফুল শিবিরের। ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছাতেই রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে আরটিপিসিআর রিপোর্টের অজুহাতে কোয়ারেনন্টাইনে পাঠিয়েছে ত্রিপুরা সরকার।

এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, ‘বিপ্লব দেবের সরকার ভয় পেয়েছে। অভিষেককে আটকাতে বিপ্লব দেব যতটা পরিশ্রম করছেন, তার কিছুটা মানুষের জন্য করলে ত্রিপুরাবাসী লাভবান হতো!’

আরও পড়ুন- শেষ মুহূর্তে সফর বানচাল করতে পুলিশি চক্রান্তের মধ্যেও আগরতলায় অসমাপ্ত মঞ্চে সভা অভিষেকের

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version