Tuesday, August 26, 2025

আগরতলায় পুলিশি জুলুমের মধ্যেও তুমুল উন্মাদনার ছবি অভিষেকের সভায়

Date:

আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা রাখার আগেই ত্রিপুরার বিপ্লব দেব প্রশাসনকে ১০ গোল দিয়েছে তৃণমূল। শনিবার হাইকোর্টে আইনি লড়াইয়ের পর ত্রিপুরায় মুখ পুড়েছে বিজেপির। পূর্ব নির্ধারিত স্থানে এবং সময়ই আগরতলায় রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের এই জনসভাকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এদিন সকাল থেকেই মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে আগরতলা শহর জুড়ে। এদিন আগরতলা কার্যত তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। দুপুর ১২টা নাগাদ বিমানবন্দর আসতেই অভিষেককে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আগরতলাবাসী।

অন্যদিকে, রবীন্দ্র ভবনের সামনেই অভিষেকের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কর্ম-সমর্থকরা। আদালতের নির্দেশ মতো কোভিড বিধি কঠোর ভাবে মেনে এদিন সভা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে বিভিন্ন জায়গা থেকে যেসব তৃণমূলের কর্মী-সমর্থক সভায় আসতে চেয়েছিলেন, তাঁরা দূর থেকেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনেছেন। কোথাও গাছের তলায়, কোথাও কোন নীচে দাঁড়িয়ে দূর থেকেই নেতাদের বার্তা পৌঁছে গিয়েছে তাঁদের কাছে। বলা যায়, আগরতলা কার্যত এদিন ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে।

তবে এদিনও অভিষেকের সভা যাতে সফল না হয় তার সমস্ত চেষ্টা চালিয়ে গিয়েছে ত্রিপুরা পুলিশ, এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের দাবি, আদালতের নির্দেশ মেনে ৫০০টি আসনের ব্যবস্থা করা হয়েছিল শ্রোতা-দর্শকদের জন্য। কিন্তু কোনও এক অজানা কারণে পুলিশ নির্দিষ্ট সংখ্যক আসন ভর্তি করতেও বাধা দেয় বলেন অভিযোগ। যদিও শেষ পর্যন্ত মানুষের কাছে হার মানতে হয় ত্রিপুরা পুলিশ প্রশাসনকে। ভরা সভায় স্বাগত বক্তব্য রাখেন অভিষেক। আর কর্মী-সমর্থকদের মধ্যে আওয়াজ ওঠে পরিবর্তনের। স্লোগান ওঠে উঠে “জয় ত্রিপুরা”!

আরও পড়ুন- রাজ্যে ফের নৃশংসভাবে খুন করা হল তৃণমূল কর্মীকে, গ্রেফতার ৮

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version