Sunday, May 4, 2025

শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

Date:

আগামী বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসর্জনের দিনও। ৫ নভেম্বর থেকে ৭ তারিখ বিসর্জনের দিন। শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে মোট ৩,২৬০টি।

কালীপুজোয় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে কোনওরকম বেয়াদপি যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় এর জন্য ৪ নভেম্বর থেকে পুলিশ মোতায়েন করা হবে। বিসর্জনের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন করা হবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে প্রতিমার গয়না পাহারার জন্য বাড়তি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার ৪টি থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ জন ডিসি ও ৩ সহকারি কমিশনার। বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।

কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। গলি রাস্তাগুলিতে অটোয় করে টহল দেবে পুলিশবাহিনী। বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো রুখতে প্রত্যেক ডিভিশনে স্পেশ্যাল ফোর্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারি করতে থাকবে আলাদা পুলিশবাহিনী। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্সও থাকবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! এবার বাড়ি-বাড়ি গিয়ে টিকা দেওয়ার নির্দেশ রাজ্যের

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version