Monday, November 24, 2025

কোভিড বিধি মেনে আজ থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন

Date:

Share post:

করোনা সংক্রমণের (Corona Virus) জেরে প্রায় ছ’মাস বন্ধ থাকার পর আজ রবিবার থেকে রাজ্যে ফের লোকাল ট্রেন (Local Train Service) পরিষেবা চালু হচ্ছে। আপাতত ৫০ শতাংশ যাত্রী (50% Passenger) নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  হাওড়া -বর্ধমান- শিয়ালদহ -আদ্রা প্রতিটি সেকশনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আজ থেকে আগের মতই আপ ও ডাউন ট্রেন চলবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি লোকাল ট্রেন যাতায়াত করে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলে ১৯১টি ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে দু’বার করে স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করে তার জন্যেও প্রতিটি স্টেশন প্লাটফর্মে একনাগাড়ে প্রচার করা হবে। আরপিএফ এবং জিআরপি নজর রাখবে যাত্রীরা কোভিড বিধি মেনে চলছে কি না।লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আগে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দিয়েছে রেল।

১) ট্রেনের কামরা স্যানিটাইজ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল। শনিবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিকে করা হয়েছে। ট্রেনের হাতলের পাশাপাশি চালক এবং গার্ডের কেবিনও স্যানিটাইজ করা হয়েছে। 

২) ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি যাতে বজায় থাকে সে জন্য দু’টি আসনের মাঝে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। যাতে ওই আসনে যাত্রীরা না বসেন।

৩) স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের সতর্ক করার জন্য প্রচার চালাবে রেল। সকল যাত্রী যাতে কোভিডবিধি মেনে চলেন সে জন্য স্টেশনে স্টেশনে মাইক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

৪) পাশাপাশি নজরদারিও চলবে। এ জন্য স্টেশনে এবং ট্রেনে রেলপুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে। যাত্রীরা ঠিক মতো মাস্ক পরছেন কী না তার উপরও নজর রাখবে রেলপুলিশ।

৫) পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘যাত্রীদের কাছে আবেদন রাখা হচ্ছে, একান্ত বাধ্য না হলে ট্রেনে সফর না করতে।’’

 

spot_img

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...