‘মাদার টেরিজা অ্যাওয়ার্ড’-এ সম্মানিত সোমু মিত্র 

তিনি একাধারে অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং সমাজসেবী। সারা বছরই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করেন সময় সোমু মিত্র (Somu Mitra)। তবে, করোনাকালে সাধারণ মানুষদের জন্য অসামান্য কাজ করেছেন তিনি। নিজের চেষ্টায় মুম্বইতে এক লক্ষেরও বেশি মানুষকে টিকাকরণ (Vaccine) করেছেন সোমু। এবং তা সবটাই করেছেন ব্যক্তিগত উদ্যোগে। তাঁর সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সবাই। এসেছে বিভিন্ন সম্মান। ‘অখণ্ড ভারত গৌরব অ্যাওয়ার্ড 2021’- এ সম্মানিত করা হয়েছে তাঁকে। তবে সোমুর কথায়, তাঁকে সবচেয়ে বেশি গৌরাবান্বিত করেছে ‘মাদার টেরিজা অ্যাওয়ার্ড’। শ্রেষ্ঠ সমাজসেবী হিসেবে এ বছর এই সম্মান পেয়েছেন সমাজসেবী সোমু মিত্র।

এখন বিশ্ব বাংলা সংবাদ’-কে তিনি জানান, সব পুরস্কারই আনন্দ দেয়। তবে যেহেতু এই সম্মান মাদার টেরিজার (Mother Teresa) নামাঙ্কিত, সে কারণে এটা তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। এই স্বীকৃতির তাঁকে আগামী দিনে নিপীড়িত মানুষের জন্য আরও কাজ করার অনুপ্রেরণা দেবে বলে জানান সোমু।

 

 

Previous articleআজ আরও নামবে তাপমাত্রা, সপ্তাহজুড়ে চলবে শীতের আমেজ
Next articleহুমকির জেরে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন সব্যসাচী