Saturday, August 23, 2025

সোনিয়াকে ইস্তফাপত্র পাঠিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর

Date:

কংগ্রেস(Congress) ছেড়ে দিয়ে ক্যাপ্টেন যে নতুন দল গঠন করতে চলেছেন এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) ইস্তফাপত্র পাঠানোর পাশাপাশি আজই পাঞ্জাবে নতুন দলের নাম ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh)। তিনি জানিয়ে দিয়েছেন তাঁর গঠন করা দলের নাম হল “পাঞ্জাব লোক কংগ্রেস”(Punjab lok Congress)। আসন্ন বিধানসভা নির্বাচনে এই দল নিয়েই ময়দানে নামবেন ক্যাপ্টেন।

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার কংগ্রেস ত্যাগ করার পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাঠানো ইস্তফাপত্রে দলের তীব্র সমালোচনা করেছেন অমরিন্দর সিং। সূত্রের খবর, এই চিঠিতে তিনি একযোগে আক্রমণ করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, নভজোৎ সিং সিধু এবং হরিশ রাওয়াতকে। চিঠিতে তিনি লিখেছেন, “আমাকে এবং আমার সরকারকে কটূক্তি করার জন্য সিধুকে সকলেই চেনে। ওঁকে মদত দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যখন হরিশ রাওয়াতের মতো একজন দু’মুখো মানুষ ওঁকে সাহায্য করেছে, তখন আপনি চোখ বন্ধ করে থাকার ভূমিকা পালন করেছেন।” শুধু তাই নয়, ৭ পাতার দীর্ঘ ইস্তফাপত্রে কংগ্রেসের প্রতি তাঁর অভিমানও ব্যক্ত করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন:আতঙ্কের কারণ হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন : গ্লাসগোর সম্মেলনে বললেন মোদি

পাশাপাশি এদিন পাঞ্জাব লোক কংগ্রেস প্রসঙ্গে অমরিন্দর সিং সংবাদমাধ্যমকে জানান, শীঘ্রই নতুন এই দলের প্রতীক এবং কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ হয় তাদের কেই তিনটে প্রতীক দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের তরফেও কমিশনের কাছে তিনটি প্রতীক পাঠানো হয়েছে। এই ছটি প্রতীকের মধ্যে কোন একটি প্রতীককে বেছে নেওয়া হবে। এরপর পুরোদমে নেমে পড়া হবে নির্বাচনী লড়াইয়ে।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version