Sunday, November 16, 2025

বিধানসভা হেরেছিলেন মাত্র ৫৭ ভোটে। উপনির্বাচনে সেই দিনহাটা কেন্দ্রেই রেকর্ড ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল (Tmc) প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল ব্যবধানে জিতলেন উদয়ন। লোকসভা থেকে বিধানসভা- গত কয়েক বছর উত্তরবঙ্গের ভোটে ছাপ রেখেছে বিজেপি। তবে এবার উপনির্বাচনের ফলাফলে একেবারেই উলট পুরাণ। দিনহাটায় (Dinhata) উদয়ন গুহর ধারে কাছে দাঁড়াতে পারলেন না বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mandal)। ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। আর অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৩০৬ টি ভোট।

এই কেন্দ্রে আগে এই কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু মন্ত্রী হতে গিয়ে বিধায়ক পদে শপথ নেননি তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেও জয়ী হন উদয়ন। নিশীথের খাস তালুকেই খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি।

আরও পড়ুন:গড়িয়াহাট জোড়া খুনকাণ্ড : ভিকি ও তার সঙ্গীর ১৪ দিনের জেল হেফাজত

একুশের ভোটে যে ভাবে তৃণমূল বিপুল ভোটে জিতেছে এরপর উপনির্বাচনে তাদের জেতাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে দিনহাটার অতীতের খতিয়ান দেখলে বোঝা যায় উদয়ন গুহর জয় আক্ষরিক অর্থেই রেকর্ড।
সুজাপুর আসনে ১,৩০,১৬৩ ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রাথী মহম্মদ আব্দুল গনি। একুশের নির্বাচনে সেটাই ছিল সবথেকে বেশি মার্জিন ছিল। উপনির্বাচনে তৃণমূলের সবচেয়ে বেশি ব্যবধানে জয় ছিল সজল পাঁজার ছেলে সৈকত পাঁজার। মন্তেশ্বর থেকে সৈকত জিতেছিলেন ১ লক্ষ ২৭ হাজার ভোটে। এর আগে সিপিআইএম জমানায় কেশপুর থেকে নন্দরানি ডল ১ লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন। সেটাই বাম জমানায় বিধানসভা ভোটে সবচেয়ে বড় ব্যবধান ছিল। এই রেকর্ডই ভেঙে দিয়েছেন উদয়ন।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version