Sunday, August 24, 2025

সন্ত্রাসের আবহে ভোট হয়েছে রাজ্যে। ভয়ে মানুষ ভোট দিতে পারেননি। চার কেন্দ্রে বিজেপির শোচনীয় হারের সাফাই এভাবেই দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, এই উৎসবের সময় ভোট চাইনি আমরা।

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শাসকদল। আর কার্যত হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। শাসকদলের জয় ছিল প্রত্যাশিত। তবে, ফল প্রকাশের পর থেকে একটি বিষয় স্পষ্ট তা হল, ২০২১-এ বিধানসভা নির্বাচনের পরে বঙ্গে একেবারেই ফিকে হয়ে গিয়েছে গেরুয়া রং। বাংলায় যে গেরুয়া ঝড়ের আশা করেছিলেন বিজেপি নেতৃত্ব তা কার্যত ধুয়ে মুছে সাফ। এমনকী, যে দুটি কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল (TMC) প্রার্থীরা।

অথচ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, ভয় দেখিয়ে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি একাধিক কেন্দ্রে। সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।যদিও বাস্তবে দেখা যাচ্ছে, ৪ কেন্দ্রের উপনির্বাচনে ৩ কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে।

যদিও দিলীপ ঘোষ বলেছেন, এরপর ভোট হলে স্রেফ একটি দলই প্রার্থী দেবে, বাকিরা কেউ পারবে না। দিনহাটায় অত্যন্ত সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে।   আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল।”

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version