Tuesday, December 16, 2025

সন্ত্রাসের আবহে ভোট হয়েছে রাজ্যে। ভয়ে মানুষ ভোট দিতে পারেননি। চার কেন্দ্রে বিজেপির শোচনীয় হারের সাফাই এভাবেই দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, এই উৎসবের সময় ভোট চাইনি আমরা।

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শাসকদল। আর কার্যত হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। শাসকদলের জয় ছিল প্রত্যাশিত। তবে, ফল প্রকাশের পর থেকে একটি বিষয় স্পষ্ট তা হল, ২০২১-এ বিধানসভা নির্বাচনের পরে বঙ্গে একেবারেই ফিকে হয়ে গিয়েছে গেরুয়া রং। বাংলায় যে গেরুয়া ঝড়ের আশা করেছিলেন বিজেপি নেতৃত্ব তা কার্যত ধুয়ে মুছে সাফ। এমনকী, যে দুটি কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল (TMC) প্রার্থীরা।

অথচ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, ভয় দেখিয়ে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি একাধিক কেন্দ্রে। সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।যদিও বাস্তবে দেখা যাচ্ছে, ৪ কেন্দ্রের উপনির্বাচনে ৩ কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে।

যদিও দিলীপ ঘোষ বলেছেন, এরপর ভোট হলে স্রেফ একটি দলই প্রার্থী দেবে, বাকিরা কেউ পারবে না। দিনহাটায় অত্যন্ত সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে।   আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল।”

Related articles

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...
Exit mobile version