Friday, November 14, 2025

চারে চারে জোড়া ফুল। হোয়াইট ওয়াশ বিজেপি (Bjp)। তবে মঙ্গলবার 4 কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচনের ফলে উল্লেখযোগ্য হল বামেদের ফল। বিশেষ করে শান্তিপুর (Shantipur)। তাদের ইদানিংকালের ভোটের খরায় শান্তির দিয়েছে শান্তিপুর। তার সঙ্গে আশা জাগিয়েছে খড়দহও (Khardah)।

চার মাস আগে ১৬ হাজার ভোটে হারা আসন প্রায় ৬৫ হাজার ভোটে জেতেন তৃণমূল (Tmc) প্রার্থী ব্রজকিশোর গোস্বামী (Brajakishor Goswami)। অর্থাৎ ৮০ হাজারেরও বেশি ভোটের পরিবর্তন। এরপরই পরেই নজরকাড়া হল বামেদের ঘুরে দাঁড়ানো। কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরা এই কেন্দ্রে প্রায় 15% ভোট বাড়িয়েছে। তৃতীয় হলেও সিপিআইএম (Cpim) প্রার্থীর সঙ্গে বিজেপির ব্যবধান মাত্র আট হাজারেরও মতো। বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে জোট করে বামেরা। কিন্তু সেই সংযুক্ত মোর্চার প্রার্থী ১০ হাজার ভোটও পায়নি। সেখানে এবার সিপিআইএমের ভোট এসেছে প্রায় ৪০ হাজারে। বাম প্রার্থী সৌমেন মাহাত ভোট পেয়েছেন 19.57 শতাংশ। উপনির্বাচনে সিপিআইএম প্রায় 15 শতাংশ ভোট বাড়িয়েছে। একুশে নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পেয়েছিলেন 49.94 শতাংশ ভোট। এবার বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 23.22 শতাংশ ভোট. অর্থাৎ বিজেপির ভোট কমেছে 27 শতাংশ। আর পাটিগণিতের নিয়মেই দেখা যাচ্ছে সেই ভোট গিয়েছে বামেদের বাক্সে। শান্তিপুরে অবশ্য প্রার্থী দিয়েছিল কংগ্রেসও। তারা সেই তিন হাজারের কোঠাতেই আটকে রয়েছে।

শান্তিপুরে একসময়ে বামেদের প্রভাব ছিল যথেষ্ট। এই আসনটি আরসিপিআই-কে ছাড়ত বামফ্রন্ট। বিধায়ক বিমলানন্দ মুখোপাধ্যায় বাম সরকারে মন্ত্রীও ছিলেন। কিন্তু ইদানিং ভাগ ভোট গ্রামে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। শান্তিপুরে সেই খেলাটা আবার ঘুরে গিয়েছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন:এই প্রথমবার ভক্তিগীতি গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version