Thursday, August 21, 2025

চারে চারে জোড়া ফুল। হোয়াইট ওয়াশ বিজেপি (Bjp)। তবে মঙ্গলবার 4 কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচনের ফলে উল্লেখযোগ্য হল বামেদের ফল। বিশেষ করে শান্তিপুর (Shantipur)। তাদের ইদানিংকালের ভোটের খরায় শান্তির দিয়েছে শান্তিপুর। তার সঙ্গে আশা জাগিয়েছে খড়দহও (Khardah)।

চার মাস আগে ১৬ হাজার ভোটে হারা আসন প্রায় ৬৫ হাজার ভোটে জেতেন তৃণমূল (Tmc) প্রার্থী ব্রজকিশোর গোস্বামী (Brajakishor Goswami)। অর্থাৎ ৮০ হাজারেরও বেশি ভোটের পরিবর্তন। এরপরই পরেই নজরকাড়া হল বামেদের ঘুরে দাঁড়ানো। কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরা এই কেন্দ্রে প্রায় 15% ভোট বাড়িয়েছে। তৃতীয় হলেও সিপিআইএম (Cpim) প্রার্থীর সঙ্গে বিজেপির ব্যবধান মাত্র আট হাজারেরও মতো। বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে জোট করে বামেরা। কিন্তু সেই সংযুক্ত মোর্চার প্রার্থী ১০ হাজার ভোটও পায়নি। সেখানে এবার সিপিআইএমের ভোট এসেছে প্রায় ৪০ হাজারে। বাম প্রার্থী সৌমেন মাহাত ভোট পেয়েছেন 19.57 শতাংশ। উপনির্বাচনে সিপিআইএম প্রায় 15 শতাংশ ভোট বাড়িয়েছে। একুশে নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পেয়েছিলেন 49.94 শতাংশ ভোট। এবার বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 23.22 শতাংশ ভোট. অর্থাৎ বিজেপির ভোট কমেছে 27 শতাংশ। আর পাটিগণিতের নিয়মেই দেখা যাচ্ছে সেই ভোট গিয়েছে বামেদের বাক্সে। শান্তিপুরে অবশ্য প্রার্থী দিয়েছিল কংগ্রেসও। তারা সেই তিন হাজারের কোঠাতেই আটকে রয়েছে।

শান্তিপুরে একসময়ে বামেদের প্রভাব ছিল যথেষ্ট। এই আসনটি আরসিপিআই-কে ছাড়ত বামফ্রন্ট। বিধায়ক বিমলানন্দ মুখোপাধ্যায় বাম সরকারে মন্ত্রীও ছিলেন। কিন্তু ইদানিং ভাগ ভোট গ্রামে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। শান্তিপুরে সেই খেলাটা আবার ঘুরে গিয়েছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন:এই প্রথমবার ভক্তিগীতি গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version