Sunday, November 9, 2025

“মানুষের চোখে ধুলো দিতেই জ্বালানির দাম কমানোর নাটক”, দাবি কুণালের

Date:

দীপাবলির উৎসবের মধ্যেই হঠাৎ ঘোষণা, কালীপুজোর দিন থেকে কমেছে পেট্রল-ডিজেলের দাম। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে দেশজুড়ে ধাক্কা খেয়েছে বিজেপি। হিমাচল প্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, মূল্যবৃদ্ধির মূল্য দিতে হয়েছে। আগামী বছরই উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। বলা হচ্ছে, জনতার ক্ষোভ টের পেয়েই মোদি সরকার পেট্রল-ডিজেলের দাম কমিয়েছে। পেট্রলে প্রতি লিটার পিছু ৫ টাকা এবং ডিজেল লিটার প্রতি ১০ টাকা হারে উৎপাদন শুল্ক কমানো হয়েছে। কালীপুজোর দিন থেকেই পেট্রল ও ডিজেলের দাম কমেছে ৫ টাকা ও ১০ টাকা।

শুধু পেট্রোল-ডিজেল নয়, রান্নার গ্যাস থেকে শুরু করে কেরোসিনেরও লাগামছাড়া দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আর জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটেছে। যার সরাসরি প্রভাব পড়েছে মানুষের হেঁসেল ও পকেটে। তাই সাম্প্রতিক হয়ে যাওয়া উপনির্বাচনগুলিতে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। এবার আইওয়াশ করতেই তেলের দাম কমানোর সিদ্ধান্ত।

কেন্দ্রের এমন ভূমিকা আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার কৌশল বলেই দাবি করেছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন একটি টুইটে কুণাল লেখেন, “তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।”

 

প্রসঙ্গত, তেলের মূল দামের সঙ্গে পরিবহণ খরচ এবং কেন্দ্রীয় শুল্ক ধরে প্রাথমিক দাম ঠিক হয়। তার উপর বসে রাজ্যের ভ্যাট। সঙ্গে ডিলারদের কমিশন। পশ্চিমবঙ্গে ভ্যাটের হার লিটার পিছু পেট্রলে ২৫%। আর ডিজেলে ১৭%।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version