Saturday, November 8, 2025

দীপাবলির সব আলো নিভিয়ে প্রয়াত রাজ্যের মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়

Date:

দীপাবলির আলো নিভিয়ে প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএমে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট বাড়ায় উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে রাখা হয়। চিকিৎসারা আপ্রাণ চেষ্টা করেন তাঁকে সুস্থ করে তুলতে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে কালীপুজোর রাত ৯টা ২২ মিনিটে মৃত্যু হল প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের। শুক্রবার শেষকৃত্য হবে তাঁর। সকাল দশটা থেকে দুটো পর্যন্ত রবীন্দ্রসদনে তাঁর দেহ শায়িত থাকবে। দুটোর পরে দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। সুব্রত মুখোপাধ্যায় দেহ রাত সাড়ে এগারোটা নাগাদ বের করে নিয়ে যাওয়া হয় তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। সেখানেই রাতে দেহ রাখা থাকবে। তারপর সেখান থেকে সকাল দশটায় নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে।

ছাত্র পরিষদ থেকে সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের হাতে খড়ি। ছাত্র পরিষদের সভাপতিও ছিলেন তিনি। ১৯৭২-এ মাত্র ২৬ বছর বয়সে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় মন্ত্রী হন তিনি। শ্রমিক সংগঠনের নেতা ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

কংগ্রেস ছেড়ে ১৯৯৯-এ তৃণমূলে যোগ দেন। ২০০০ থেকে ২০০৫ কলকাতা পুরসভার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু সেই সময় তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। কংগ্রেসের সঙ্গে জোট করে নিজের দল গড়ে পুরভোটে লড়েন সুব্রত। ‘ঘড়ি’ চিহ্নে লড়ে তিনি জয়ী হন। কিন্তু তাঁর দল হেরে যায়। পরে কংগ্রেসে ফিরে যান। তাঁকে কার্যনির্বাহী সভাপতি করে কংগ্রেস।

২০০৯ ফের তৃণমূলে ফেরেন সুব্রত মুখোপাধ্যায়। ২০১১-এ রাজ্য রাজনীতিতে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ে মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন সুব্রত।

শুধু রাজনৈতিক বা সাংগঠনিক ব্যক্তি হিসেবেই নয়, এক বর্ণময় চরিত্র হিসেবে সবার মনে থেকে যাবেন সুব্রত মুখোপাধ্যায়। আজীবন বাম-বিরোধী রাজনীতি করলেও বাম নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। রাজনীতির বাইরে দুর্গাপুজো একটা প্যাশন ছিল সুব্রত মুখোপাধ্যায়ের। একডালিয়া এভারগ্রিন পুজো তাঁকে ছাড়া ভাবাই যেত না। অভিনয়ও করেছেন তিনি। মুনমুন সেনের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিরিয়াল করেন সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে চলে গেলেন তিনি।

আরও পড়ুন – আরতি থেকে মায়ের ভোগ, বাড়ির কালীপুজো একা হাতেই সামলালেন মুখ্যমন্ত্রী, আলোকিত করল নবনীড়

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version