দীপাবলীর আলো নিভিয়ে না ফেরার দেশে রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সদাহাস্য এই বর্ণময় রাজনীতিকের প্রয়াণে একটি যুগের অবসান। তাঁর মৃত্যুতে বড় শূন্যতা তৈরি হল বাংলার রাজনীতিতে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে।
গতকাল, কালীপুজোর রাতে ৯টা ২২ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। খবর পেয়েই বাড়ির পুজো ফেলে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল নেতৃত্ব। এসএসকেএম হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরাও।
এরপর বৃহস্পতিবার রাতেই সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার পিস ওয়ার্ল্ডে। সারা রাত সেখানেই রাখা হয় দেহ। আজ, শুক্রবার সকালে প্রথমে রীতি মেনে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। দুপুর ২টো পর্যন্ত সেখানেই থাকবে দেহ। শ্রদ্ধাজ্ঞপন করা যাবে। সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বিধানসভা কেন্দ্র বালিগঞ্জে। সেখান থেকে মরদেহ যাবে মোহনবাগান ক্লাব এবং একডালিয়া এভারগ্রিন ক্লাবে। চিরনিদ্রায় থেকে শেষবারের জন্য গড়িয়াহাটের বাড়ি যাবেন সুব্রতবাবু। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বর্ণময় এই রাজনৈতিক ব্যক্তিত্বের।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে পুরভোটের আগে ত্রিপুরায় হাড়হিম গেরুয়া সন্ত্রাস