Monday, August 25, 2025

অন্যরকম জন্মদিন: রাজপথে অনুরাগীদের আনা কেক কেটে সেলফি তুললেন অভিষেক

Date:

জন্মদিনটা বরাবর ব্যক্তিগত পরিসরে কাটান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তবে এবার জন্মদিনে বিকেলটা কাটলো একেবারে অন্যরকম। রবিবার, তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদককের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটের অফিসে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কর্মী-সমর্থকরা। এমনকী, প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকেও এসেছিলেন অনেকে। কিন্তু করোনার কারণে বেশি ভিড় করতে দেওয়া হয়নি।

জন্মদিনের বিকেলে কর্মী-সমর্থকদের জন্য পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ বের হন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। নিজের অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটেন তিনি। রাস্তার দুপাশে তখন উপস্থিত কর্মী-সমর্থক-অনুরাগীরা। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। প্রিয় নেতার ছবি মুঠোফোনে বন্দি করেন তাঁরা। একটু এগোতেই কয়েকজনের আবদার করেন সেলফি তোলার। হাসিমুখে সেই আবদার মেনে নেন তৃণমূল সাংসদ। এমনকী রাস্তায় দাঁড়িয়েই সমর্থকদের আনা কেক কাটেন তিনি। মিনিট দশেক সেখানে থেকে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা হন অভিষেক।

একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন নেপথ্য নায়ক। সেনাপতির দায়িত্ব পালন করেন অভিষেক। মাঠে-ময়দানে থেকে সংগঠন করেছেন। ছুটে বেড়িয়েছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। তাঁর জনসভায় উপচে পড়া ভিড়। তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে যুব প্রজন্মের মধ্যে। এরপর প্রতিটি উপনির্বাচনে সাফল্য। একইসঙ্গে ভিন রাজ্যে সংগঠন তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবমিলিয়ে রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তিনি। তাঁর জন্মদিনে সেই উচ্ছ্বাসই ধরা পড়ল কর্মী-সমর্থক-অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন- T-20 বিশ্বকাপ থেকে বিদায় টিম ইন্ডিয়ার, শেষবেলায় ফের পাক ম্যাচের আফসোস

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version