Wednesday, November 5, 2025

অন্যরকম জন্মদিন: রাজপথে অনুরাগীদের আনা কেক কেটে সেলফি তুললেন অভিষেক

Date:

জন্মদিনটা বরাবর ব্যক্তিগত পরিসরে কাটান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তবে এবার জন্মদিনে বিকেলটা কাটলো একেবারে অন্যরকম। রবিবার, তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদককের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটের অফিসে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কর্মী-সমর্থকরা। এমনকী, প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকেও এসেছিলেন অনেকে। কিন্তু করোনার কারণে বেশি ভিড় করতে দেওয়া হয়নি।

জন্মদিনের বিকেলে কর্মী-সমর্থকদের জন্য পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ বের হন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। নিজের অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটেন তিনি। রাস্তার দুপাশে তখন উপস্থিত কর্মী-সমর্থক-অনুরাগীরা। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। প্রিয় নেতার ছবি মুঠোফোনে বন্দি করেন তাঁরা। একটু এগোতেই কয়েকজনের আবদার করেন সেলফি তোলার। হাসিমুখে সেই আবদার মেনে নেন তৃণমূল সাংসদ। এমনকী রাস্তায় দাঁড়িয়েই সমর্থকদের আনা কেক কাটেন তিনি। মিনিট দশেক সেখানে থেকে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা হন অভিষেক।

একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন নেপথ্য নায়ক। সেনাপতির দায়িত্ব পালন করেন অভিষেক। মাঠে-ময়দানে থেকে সংগঠন করেছেন। ছুটে বেড়িয়েছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। তাঁর জনসভায় উপচে পড়া ভিড়। তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে যুব প্রজন্মের মধ্যে। এরপর প্রতিটি উপনির্বাচনে সাফল্য। একইসঙ্গে ভিন রাজ্যে সংগঠন তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবমিলিয়ে রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তিনি। তাঁর জন্মদিনে সেই উচ্ছ্বাসই ধরা পড়ল কর্মী-সমর্থক-অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন- T-20 বিশ্বকাপ থেকে বিদায় টিম ইন্ডিয়ার, শেষবেলায় ফের পাক ম্যাচের আফসোস

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version