Saturday, November 8, 2025

শাহরুখের থেকে মোটা টাকা আদায়ের জন্য ধরা হয়েছিল আরিয়ানকে , সিটের কাছে দাবি এক সাক্ষীর

Date:

শাহরুখ খানের পুত্র (Shahrukh Khan son Aryan Khan) আরিয়ান খানকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। উদ্দেশ্য বলিউড অভিনেতার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা। বিজয় পাগাড়ে নামে এক সাক্ষী মাদক মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) (SIT) কাছে এই দাবি করেছেন। বিজয় সুনীল পাটিল নামে একজনের নাম করেছেন। তিনি আবার ন্যাশনাল কংগ্রেস পার্টির(এনসিপি) ঘনিষ্ঠ ।

এদিকে শনিবারই মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ দাবি করেছেন, আরিয়ান কাণ্ডের পিছনে মূল ষড়যন্ত্রকারী ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। আর এই পার্টি ঘনিষ্ঠ হল সুনীল।

মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা বিজয় পাগাড়ের দাবি, ২০০৮-এ কোনো একটি কাজের জন্য সুনীলকে বেশ কিছু টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছিলেন না। টাকা আদায়ের জন্য সুনীলকে তাগাদা দেওয়া শুরু করেন। সুনীলের সঙ্গে তিনি আমেদাবাদ, সুরাট এবং মুম্বই গিয়েছিলেন। বিজয়ের আরও দাবি, গত ২৭ সেপ্টেম্বর থেকে নভি মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন সুনীল। ওই হোটেলেই আরিয়ান কাণ্ডের আরও এক সাক্ষী কে পি গোসাভির নামেও একটি ঘর বুক করা হয়েছিল।

পুলিশের কাছে কী বলেছেন বিজয়? বিজয়ের দাবি, সেদিন ওই ক্রুজে এনসিবি-র অভিযান উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিত । অভিযান চালানোর কয়েক দিন আগে ওই হোটেলেই সুনীল ও গোসাভির সঙ্গে দেখা করেন বিজেপি ঘনিষ্ঠ নেতা মণীশ ভানুশালী। বিজয়ের দাবি, তিনিও তখন ওই হোটেলেই ছিলেন। তিনি তাঁদের তিন জনকে একসঙ্গে দেখতে পান। এমনকী সুনীলকে চুম্বন করার পর মণীশকে বলতে শুনেছেন ‘বড় কাজ হয়ে গিয়েছে। এরপর আহমেদাবাদের উদ্দেশে রওনা হতে হবে। তবে পাগাড়েকে সঙ্গে নিও না।”

যদিও তাদের মধ্যে কী শলাপরামর্শ হয়েছিল এবং তারপর কী ঘটতে চলেছে তা বিজয় তখন বুঝতে পারেনি। কিন্তু এখন বুঝতে পারছেন যে তখন কী কথা হয়েছিল । অন্তত পুলিশের কাছে এমন টাই দাবি বিজয়ের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version