Thursday, August 28, 2025

কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

Date:

“মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। বিজেপি(BJP) মিথ্যা কথা রটাচ্ছে।” ঠিক এই ভাষাতেই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(sougata Roy)।

রবিবার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকের ছিল বিজেপির। সেখানে বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এবং এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভবিষ্যতে বিজেপি বাংলার মাটিতে লড়াই করবে, এমনই বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। প্রধান বিরোধী দল হওয়ার পর এমনই ‘শাস্তি’ জুটছে বলে অভিযোগে সরব হন সুকান্ত মজুমদাররা। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা রটনা বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, “বিজেপি বলে দিলেই তো আর হবে না, যেটা হয়নি সেটা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তৃণমূলের কতজন মারা গেছে আহত হয়েছে সেটা দেখা উচিত। বিজেপি বাংলায় যে প্ররোচনা রাজনীতি করেছিল তার জন্যই হিংসা হয়েছিল। আমরা কখনই সেটাকে সমর্থন করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আর কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

পাশাপাশি ওই বৈঠকে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলায় বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়ার যে অভিযোগ তোলা হয় সে প্রসঙ্গে সৌগত বলেন, “ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য। ওরা যে ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকারকে, সেটাকে পরিকল্পনামাফিক পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দেওয়া হয়েছে। কোনরকম দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রীও সেটা চাননি।”

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version