Saturday, August 23, 2025

জ্বরের দোহাই দিয়ে সোমবারও এনসিবি-র দফতরে গরহাজির আরিয়ান খান

Date:

জ্বর হয়েছে। তাই সোমবারও  নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিশেষ তদন্তকারী দলের তলব এড়ালেন  শাহরুখ খান পুত্র আরিয়ান খান(Aryan Khan)।

 

আরও পড়ুন:২৫ কোটি আদায়ের জন্য আরিয়ানকে অপহরণের ছক? দাবি এনসিপি নেতা নবাবের

২৮ দিন হাজতবাস করার পর বাবা,শাহরুখ খানের জন্মদিনের ঠিক আগেই জামিনে বাড়ি ফিরেছিলেন আরিয়ান খান (Aryan Khan)।কিন্তু তারপর থেকে জ্বর। তাই রবিবারের পর সোমবারও এনসিবি-র দফতরে হাজিরা দেননি তিনি। একাধিকবার তদন্তকারী  দলের তলবের জবাবে আরিয়ান খান জানিয়েছেন, তাঁর শরীরে করোনার মতো উপসর্গ দেখা দিয়েছে। সেই সঙ্গে হাজিরার তারিখও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

সম্প্রতি আরিয়ান মামলার তদন্ত প্রক্রিয়া থেকে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দিয়েছে এনসিবি। নিযুক্ত করা হয়েছে এক বিশেষ তদন্তকারী দল। গত সপ্তাহের শুক্রবার আরিয়ান সহ মাদককাণ্ডে ধৃত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা এনসিবি দফতরে হাজিরা দিলেও তারপর থেকে আরিয়ান জ্বরের কারণ দেখিয়ে আর হাজির হননি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বইয়ের কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান সহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে মাদকচক্রের খোঁজ পেয়ে আরিয়ান সহ ২০ জনকে গ্রেফতার করে এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর অবশেষে গত ৩০ অক্টোবর জামিন পান আরিয়ান খান।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version