Thursday, August 28, 2025

সুব্রতদার সিটটা ফাঁকা, ভাবা যায় না: বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রীর স্মৃতিচারণায় মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের 

Date:

বিধানসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রস্তাব আনা হয়। সুব্রত মুখোপাধ্যায় কাজের স্মৃতিরোমন্থন করেন মন্ত্রী-বিধায়করা। ছাত্র আন্দোলন থেকে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বলতে উঠে শিল্পমন্ত্রী বলেন, “সুব্রতদাকে নিয়ে আজকে কিছু বলতে হবে ভাবিনি”। পার্থ চট্টোপাধ্যায় কথায় সুব্রতর সিট ফাঁকা ভাবা যায় না।

ভালো ছাত্র ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি জানান, “কোনওদিন ভাবিনি রাজনীতি করব। নাকতলায় পাড়ায় আড্ডা দিচ্ছি। শোভনদেবদা টাক্সি থেকে নেমে এসে বলল ছাত্র পরিষদ করবি। আমার দুটো জিনিস চোখের সামনে ভাসে প্রিয়দা, সুব্রতদা দু’জনে বসুশ্রী সিনেমায় আসতেন আড্ডা দিতে মন্টু দার ওখানে। বসন্ত কেবিন থেকে খাবার আসত। আন্দোলন করতে গিয়ে মারও খেয়েছি। কল্যাণী সীমান্ত স্টেশনে গিয়েছিলাম। সেখানেও গন্ডোগোল। মানস ভুঁইয়ার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। সুব্রতদা আমায় নিয়ে গিয়েছিল।”

শুধু সুব্রত মুখোপাধ্যায় নয় পার্থ চট্টোপাধ্যায় স্মৃতিতে উঠে এলো প্রিয়-সুব্রত জুটির কথাও। “প্রিয়দা-সুব্রতদা কখন যে কী করবে কেউ জানত না। কত কথা মনে পড়ছে। জীবনের প্রতিপদক্ষেপে ছাত্র আন্দোলনে সুব্রত দার সঙ্গে জড়িয়ে ছিলাম। যা বলত তাই শুনতাম। অনেক কথা হয়ত সুব্রতদাকে বলতে পারিনি। বৌদিকে বলেছি। এমন বৌদি পাওয়া দুষ্কর।”

সুব্রত শুধু পার্থর রাজনীতির গুরু ছিলেন না। ছিলেন বাড়ির বড়দা। তাঁর মা মারা গেলে সস্ত্রীক গিয়েছিলেন সুব্রত। “মা মারা গেল। বাড়িতে এলো। কতসময় বসে থাকল। তখনও কী জানি চার মাসের মধ্যে তুমিও চলে যাবে। আমার মার সঙ্গে বৌদির খুব ভাব ছিল। সুব্রতদা সে সময় স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাওয়ার পর বহু নকশালের জেল মুক্তি ঘটিয়েছে। আমায় বলত মমতা গরীবের মেয়ে ওকে উঠতে দে। সংগ্রামী নেতা না থাকলে সংগ্রামী নেত্রী তৈরি হয় না। সংগ্রাম তৈরি হয় না। আন্দোলন তৈরি হয় না। বৌদি ভালো থাকো।”

 

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version