Tuesday, November 4, 2025

আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি, গ্রেফতার এক চিকিৎসক সহ ৩

Date:

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) হুমকি চিঠির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এক চিকিৎসক সহ ৩ জনকে। পুলিশ (Police) সূত্রে খবর, মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন (Arindam Sen) গত দু’বছর ধরে বহু লোককে হুমকি চিঠি পাঠিয়েছেন। একইসঙ্গে ওই হুমকি চিঠি টাইপ করায় বিজয় কুমার কয়াল (Bijay Kumar Kayal) নামে এক টাইপিস্ট এবং চিকিৎসক সেনের গাড়ি চালক রমেশ সাউকেও (Ramesh Shaw) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হবে।

গত ২৬ অক্টোবর আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty) বন্দ্যোপাধ্যায়ের নামে একটি চিঠি আসে। চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, তাঁর স্বামী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুন করা হবে। কেউ তাঁকে বাঁচাতে পারবে না। আবার প্রযত্নে রাজাবাজার সায়েন্স কলেজের (Rajabazar Science College) এক অধ্যাপকের ঠিকানা দেওয়া হয়। কিন্তু, তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি কোনওভাবেই এই চিঠির সঙ্গে যুক্ত নন। চিঠি পাওয়ার পরই আলাপন বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: দেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু

অবশেষে সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বালিগঞ্জের (Ballygunge) বিজন সেতু (Bijan Setu) এলাকা থেকে পেশায় টাইপিস্ট বিজয়কুমার কয়ালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় সে জানায়, চিকিৎসক অরিন্দম সেনকে সে-ই খুনের হুমকির চিঠি টাইপ করে দিয়েছিল। সন্ধের মধ্যে রাজা রামমোহন রায় সরণির (Raja Rammohan Roy Sarani) বাসিন্দা চিকিৎসক অরিন্দম সেনকে গ্রেফতার করে পুলিশ। এরই সঙ্গে গ্রেফতার করা হয় ওই চিকিৎসকের গাড়ির চালক রমেশ সাউকেও।

পুলিশ সূত্রে খবর, অরিন্দম তাঁর গাড়ি চালকের হাত দিয়ে বয়ান পাঠাতেন বিজয়ের কাছে। বিজয় তা টাইপ করে আবার ফেরত দিতেন রমেশকে। রমেশ সেই চিঠি অরিন্দমের বলে দেওয়া ঠিকানায় পোস্ট করতেন। বিগত দু’বছর ধরে অরিন্দম এ ভাবেই বহু মানুষকে হুমকি চিঠি পাঠিয়েছেন বলে দাবি  পুলিশের। গত ২৫ অক্টোবর শরৎ বোস রোডের ডাকঘর থেকে ৭টি  হুমকি চিঠি পাঠানো হয়।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version