Saturday, January 3, 2026

একলা চলো” নাকি পুরভোটেও কংগ্রেসের সঙ্গে জোট? সিদ্ধান্ত নিতে বৈঠক আলিমুদ্দিনে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে ব্রিগেডে হাত ধরাধরির সেই ছবি এখনও টাটকা। তৃণমূল ও বিজেপি বিরোধী সেই মহাজোটের নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। আর ফল বের হতেই “বিগ-জিরো”। বিধানসভা ভোটে জোট করে কার্যত খড়কুটোর উড়ে গিয়েছে বাম ও কংগ্রেস। এখন তাদের অস্তিত্ব বিপন্ন। ২০১৬ সালেও এই জোট ছিল সুপার ফ্লপ। এই জোটকে মানুষ যে গ্রহণ করেননি, তা বারেবার প্রমাণিত।

এই পরিস্থিতিতে কলকাতা-হাওড়া সহ জেলায় জেলায় পুরভোট আসন্ন। এবারও কি শহরের মানুষের কাছে জোট করে ভোট চাইবেন বিমান বসু-অধীর চৌধুরীরা? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ”পুরভোটের আগে নতুন করে ফের আলোচনার প্রয়োজন রয়েছে। গত পুরভোট নির্বাচনে ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রে আলোচনা হয়ে গিয়েছিল। তবে আসন্ন নির্বাচনে ফের আলোচনা প্রয়োজন। আগামী সপ্তাহে তা হতে পারে।”

প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও পুরভোটের জোট প্রসঙ্গ একেবারে উড়িয়ে দেননি। তাঁর কথায়, ”পুরভোট আঞ্চলিক স্তরের ভোট। তাই তা নিয়ে প্রদেশ স্তরে আলোচনা হবে। তাই এই বিষয়টি প্রদেশ নেতৃত্বের জন্যই ছেড়ে দেওয়া ভালো। এ বিষয়ে কোনও পর্যালোচনা বামপন্থী নেতৃত্বরা চাইলে, আমাদের তরফে আলোচনা হবে। তবে রাজ্যে গত নির্বাচনে যে দৃষ্টিভঙ্গি ছিল, তার পরিবর্তন না করলে চলবে না।”

অন্যদিকে, বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চাকে জোট বলতে নারাজ বিমান বসু। তাঁর বক্তব্য, “জোটের নামকরণ হয়েছিল সংযুক্ত মোর্চা। কিন্তু আমরা আসন সমঝোতা করেছি। ব্রিগেডে সংযুক্ত মোর্চার কথা বলা হয়েছিল। সেটাকে জোট না বলে আসন সমঝোতা বলাই ভালো।” এরই মধ্যে আজ, মঙ্গলবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক বসতে চলেছে। সেখানে আলোচনায় আসন্ন পুরভোট নিয়ে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পেতে চলেছে বলে জানা যাচ্ছে আলিমুদ্দিন সূত্রে।

 

 

spot_img

Related articles

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাবেন কারা, সিদ্ধান্ত আজ

নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের (Indian cricket team) বাইশ গজের লড়াই শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি।...

মার্চ থেকে এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট! গুঞ্জন ছড়াতেই স্পষ্ট বিবৃতি কেন্দ্রের

২০০০ টাকার নোট আগেই বেপাত্তা হয়েছে, এবার কি ৫০০ টাকার নোট বাতিল করতে চলেছে কেন্দ্র? মার্চ মাস থেকে...

ছাব্বিশের টার্গেট বেঁধে দিতে আজ আলিপুরদুয়ারে অভিষেক, জনসভার সামনের সারিতে চা শ্রমিকরা 

বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কথা মাথায় রেখে বিরোধীদের চাঁচাছোলা আক্রমণের পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয়...

কারচুপি ফাঁসে সফটওয়্যার-তোপ অভিষেকের: পিঠ বাঁচাতে জেলাশাসকদের FIR-নির্দেশ কমিশনের!

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে সরকারি কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে তৎপর নির্বাচন...