Monday, August 25, 2025

আগামী এপ্রিলেই বিয়ে করতে চলেছেন রণবীর -আলিয়া (Ranveer Kapoor & Alia Bhat)। বলিউডে (Bollywood star) এই যুগলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চর্চা ছিল । দুজনেই পরপর বেশ কয়েকটি সম্পর্ক ভেঙেছেন। তবে বলিউড সূত্রের খবর এবার নাকি একদম পাক্কা বন্দোবস্ত। আগামী এপ্রিলেই কাপুর এবং ভাট পরিবারের দুই সন্তানের শুভ বিবাহ হতে চলেছে।

আগে শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বরে দুজনে বিয়ে করবেন । কিন্তু রক্ষণশীল কাপুর পরিবারের ছেলে রণবীর বাবার বাৎসরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাননি । সম্প্রতি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে । তাই এবার বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে কাপুর পরিবার।

তাছাড়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে এই প্রথমবারএকসঙ্গে কাজ করছেন রণবীর এবং আলিয়া। ছবির শুটিং সম্পূর্ণ হলেও পোস্ট প্রোডাকশনের কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেসব শেষ না করে রণবীর বা আলিয়া কেউই এই মুহূর্তে টানা ছুটি পাবেন না । এই কাজ শেষ হতে হতে আগামী ফেব্রুয়ারি হয়ে যাবে। তাই তারপর এপ্রিলেই হবে তাদের বিয়ে।

আবার অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, রণবীরের মা নীতু কাপুর আলিয়াকে খুব পছন্দ করেন। পুত্রবধূ হিসেবে এই প্রথমবার মা ছেলের কোনও পছন্দকে মন থেকে স্বীকৃতি দিয়েছেন । এর আগে কখনও দীপিকা পাড়ুকোন কখনও ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন থাকলেও মায়ের আপত্তি থাকায় কোন সম্পর্কই বিয়ে অব্দি এগোয়নি । কিন্তু এবার নাকি নীতু কাপুর নিজেই চাইছেন আলিয়া সঙ্গে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে বউ আনতে ।

এদিকে বিয়ে উপলক্ষে কাপুরদের বাসভবন কৃষ্ণা রাজ বাংলো সারাই ও রং করার কাজ চলছে। ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে রণবীরের নিজস্ব ফ্ল্যাটেও । এই সবকিছুই শেষ হলে বিয়েটা সেরে ফেলবেন তারকা যুগলে।

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...
Exit mobile version