Monday, August 25, 2025

Anubrata-Suvendu: শুভেন্দুকে হারিয়ে বড় জয় অনুব্রতর, পুরোটা জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

ফের মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary)। জয় বীরভূম (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনেক চিঠি-চাপাটি করেও রুখতে পারলেন না বিরোধী দলনেতা। মুখ থুবড়ে পড়লেন। আর অনুমোদন পেয়ে গেল বোলপুর (Bolpur) বেসরকারি মেডিকেল কলেজ(Private Medical Collage) ও হাসপাতাল। এবং অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

গত ১৫ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একাধিক কারণ দেখিয়ে চিঠি দিয়েছিল, যাতে এই বেসরকারি মেডিক্যাল কলেজ কোন ভাবেই অনুমোদন না পায়। সেই সময় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধী দলনেতা ক্ষমতার অপব্যবহার করে বোলপুর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা ঠিক না থাকে, তার জন্য এই চিঠি দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দিয়ে কার্যত ছাড়পত্র দিল।

উল্লেখ্য, বোলপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে তৈরি হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজ। প্রায় ২০০ একর জুড়ে তৈরি করা হয়েছে এই মেডিক্যাল কলেজ। বিভিন্ন সভায় অনুব্রত মণ্ডল আক্ষেপ করেছিলেন, তাঁর শহর বোলপুরে মেডিক্যাল কলেজ নেই। সেই আক্ষেপ কিছুটা হলেও দূর হয়ে গেল অনুব্রত মণ্ডলের।

অন্যদিকে, বেসরকারি মেডিক্যাল কলেজের আধিকারিকদের পক্ষে মলয় মিঠ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যে অনুমোদন দিয়েছে, তাতে বোলপুর শহরের মানুষ শুধু নয়, গোটা বীরভূম জেলার মানুষের উপকার হবে।

আরও পড়ুন- Ariyan Khan: জন্মদিনেও NCB দফতরের হাজিরা দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version