Thursday, November 6, 2025

Bally Municipality: হাওড়া থেকে ফের আলাদা হল বালি পুরসভা,বিধানসভায় প্রস্তাব পাশ

Date:

হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) থেকে ফের আলাদা হয়ে গেল বালি পুরসভা। আজ, শুক্রবার বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়ে গেল। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আজ বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার ফলে আগামী পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে।বিধানসভায় (Assembly) পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে চাইছেন, তাই এই সিদ্ধান্ত’।

সরকারি শিলমোহর পড়ল:
ফলে এরপর থেকে হাওড়া পুরনিগমের আওতায় আর থাকছে না বালি। হাওড়া ও বালি, ২টো পৃথক পুরসভা হবে। প্রসঙ্গত, জানুয়ারি মাসে মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয় যে বালি পুরসভা তৈরি করা হবে। হাওড়ার থেকে আলাদা করে দেওয়া হবে। এরপরই আজ সেই সিদ্ধান্তে সরকারি শিলমোহর পড়ল।
কবে হয়েছিল সংযুক্তিকরণ :
প্রসঙ্গত, আগে হাওড়া ও বালি দুটি আলাদা পুরসভা ছিল। কিন্তু ২০১১-তে তৃণমূল সরকার গঠনের পর হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বালি পুরসভাকে। ২০১৫-র জুলাই মাসে পৃথক বালি পুরসভার পুরোপুরি বিলোপ ঘটে। তা চলে আসে হাওড়া পুরনিগমের আওতায়। সংযুক্তিকরণের পর বালি পুরসভার ওয়ার্ডেরও পুনর্বিন্যাস করা হয়েছিল। আগে বালি পুরসভায় ছিল ৩৫টি ওয়ার্ড। সংযুক্তিকরণের পর সেই ওয়ার্ড সংখ্যা কমিয়ে ১৬ করা হয়েছিল। তবে ৬ বছরের মাথায় ফের আলাদা করে দেওয়া হল বালি পুরসভাকে।

কেন ফের আলাদা বালি পুরসভা:
বালি পুরসভাকে (Bally Municipality) হাওড়া পুরনিগমের আওতায় নিয়ে আসার পর সেখানকার বাসিন্দাদের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে অসুবিধার সামনে পড়তে হচ্ছিল। যে কোনও জরুরি প্রয়োজনে বালির বাসিন্দাদের তখন হাওড়ায় ছুটতে হত। সেই সমস্যা সমাধানেই ফের বালিকে আলাদা করার সিদ্ধান্ত।
একই দিনে ভোট চেয়ে নির্বাচন কমিশনে:
তবে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভারও একই দিনে ভোট চেয়ে নির্বাচন কমিশনে (Election Comission) চিঠি দিয়েছেন বালির প্রাক্তন কাউন্সিলররা। হাওড়ার পুরনিগম থেকে বালি পুরসভা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বালির ১৬ টি ওয়ার্ডে আপাতত ভোট হচ্ছে না বলে প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য:
রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে হাওড়ার মোট ৬৬ টি ওয়ার্ডের মধ্যে ৫০টি ওয়ার্ডে ১৯ ডিসেম্বর পুর নির্বাচন হবে। বাকি ১৬ টি ওয়ার্ড নিয়ে আলাদা করে বালি পুরসভা গঠিত হবে। সেখানে কবে ভোট হবে তা পরে ঠিক করা হবে।

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version