আগামী বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার(WBJEE) নির্ঘন্ট প্রকাশ করল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী বছর ২৩ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকেই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন:Foreign Liquor Price: হু হু করে কমতে চলেছে বিলিতি মদের দাম!
শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের ভর্তির জন্য এপ্রিলের ২৩ তারিখ পরীক্ষা হবে।পরীক্ষাকেন্দ্রে গিয়ে ওএমআর(OMR) শিটেই পরীক্ষা হবে। তবে চলতি বছরের মত আগামী বছরেও অফলাইনেই পরীক্ষা নেওয়া হবে। যদিও পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটে।
প্রসঙ্গত, অতিমারী পর্বে চলতি বছর নির্দিষ্ট সময়ের কিছুটা পরে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়েছে। ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। গত ৬ অগাস্ট প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল।তিন দফায় কাউন্সেলিং শেষ করা হয়েছিল।তবে এবারে উচ্চমাধ্যমিকের থিওরি ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষ হলেই জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা নেওয়া হবে।