Saturday, August 23, 2025

হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু হতে চলেছে আইএসএল ( Isl )। তার আগে জোর কদমে প্রস্তুতি ব‍্যস্থ সব দল। এদিন অধিনায়কের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল ( sc eastbengal)। শনিবার আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য( arindam bhattacharya)। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়ে দেওয়া হল। অরিন্দমের ডেপুটি নির্বাচিত হয়েছেন অস্ট্রেলীয় সেন্ট্রাল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। প্রসঙ্গত, এটিকে মোহনবাগান ছেড়ে এ বছরেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন অরিন্দম। গতবারের আইএসএলে সবুজ-মেরুনের তিন কাঠির নিচে দুর্দান্ত গোলকিপিং করেছিলেন তিনি। যার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস ট্রফি জিতেছিলেন।

এই প্রথমবার প্রিয় ক্লাবের জার্সি গায়ে চাপাবেন। তাও আবার অধিনায়ক হিসেবে। উচ্ছ্বাস ও আবেগে ভাসছেন অরিন্দম নিজেও। তিনি বলেন, ‘‘আমার কাছে এটা বিরাট সম্মান। আমার পরিবারের জন্যও এটা সম্মানের বিষয়। কারণ আমার বাড়ির সবাই ইস্টবেঙ্গল সমর্থক। তবে এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি সবার প্রত্যাশা পূরণের জন্য নিজেকে উজাড় করে দেব। কথা দিচ্ছি, দলকে সামনে থেকে নেতৃত্ব দেব।’’

অরিন্দমকে যিনি দলের নেতা বেছেছেন, সেই হোসে মানোলো দিয়াজ বলছেন, ‘‘অরিন্দমের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণ রয়েছে। আর টমিস্লাভ সহজাত নেতা। আমি ওদের নির্বাচনে খুশি। বিশেষ করে, অরিন্দম দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুবাদে ভাল করেই জানে এসসি ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবকে নেতৃত্ব দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। টমিস্লাভও অত্যন্ত অভিজ্ঞ।’’

আরও পড়ুন:Sanju Samson: কেরলের তরুণ ফুটবলারকে সাহায্য করতে এগিয়ে এলেন সঞ্জু স‍্যামসন

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version