Saturday, November 8, 2025

Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

Date:

পুলওয়ামার (Pulwama) ভয়ঙ্কর স্মৃতি উসকে ফের মণিপুরে অসম রাইফেলস (Assam Rifles Convoy Attacked in Manipur)-এর কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর (Churachandpur) জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের তালিকায় রয়েছেন কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Biplab Tripathi), তাঁর স্ত্রী, সন্তান ও গাড়ির চালক-সহ আরও ৩ জন। কনভয়ে ত্রিপাঠীর পরিবারের লোকজন ছাড়াও ছিল কুইক অ্যাকশন টিমের জওয়ানরা।

আরও পড়ুন-Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

সূত্রের খবর, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। মায়ানমার সীমান্তের কাছে চূড়াচাঁদপুর জেলায় সেই হামলা চালানো হয়েছে। এখনও কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইতিমধ্যে টুইটারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘৪৬ অসম রাইফেলসের কনভয়ে কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি। সেই হামলায় কমান্ডিং অফিসার, তাঁর পরিবার-সহ কয়েকজন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

শুক্রবার বিপ্লব ত্রিপাঠী বেহিয়াং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। গত রাতে পরিবারের সঙ্গে তিনি ওখানেই ছিলেন। আজ সকালে কনভয় নিয়ে সেখান থেকে ফিরছিলেন বিপ্লব। সেই সময় বেহিয়াং থানা থেকে ৪ কিলোমিটার দূরে আচমকা কনভয়ের উপর হামলা চালানো হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এই হামলার পিছনে রয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version